কবিতা ।। দাও পাল্টে ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। দাও পাল্টে ।। অশোক দাশ

দাও পাল্টে

অশোক দাশ 


দেশের দশের ভালো চাই, 
মজার খেলা চলছে ভাই। 
বানাও তুমি নরম হাতে পিঠে, 
আদর করে খাবো  চেটেপুটে।
করো তৈরি রাস্তা সড়ক পথ,
ভেজাল মেশাও তুমি অসৎ। 
পাওনা  গন্ডা  বুঝিয়ে  দাও, 
যেমন খুশি কাজ করে যাও। 
শিক্ষা   চুরির   আঁতুড়   ঘর,
ঘুঘুর   বাসা   স্বাস্থ্য   সম্পদ। 
জাল    ওষুধের    কারবারি, 
কার দুয়ারে করবে দরবারি!
বন্ডে   টাকা   করলে   জমা,
সব   দোষ   নিমেষে   ক্ষমা। 
যত     খুশি     বাড়াও   দাম, 
লাভ  মুনাফা  পুঁজির  স্বভাব।
চোর -  বাটপারের   স্বর্গরাজ্য,
আমজনতা নাজেহাল ব্যতিব্যস্ত।
রুক্ষক    যদি    হয়    ভক্ষক,
দাও   পাল্টে    চাল   মোক্ষম। 
আতঙ্ক    ভয়     করো     দূর 
কাটবে আঁধার ফুটবে রোদ্দুর।

==============

অশোক দাশ 
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত। 

No comments:

Post a Comment