কবিতা ।। বিজ্ঞাপনের ফাঁদে ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। বিজ্ঞাপনের ফাঁদে ।। গোবিন্দ মোদক


বিজ্ঞাপনের ফাঁদে

গোবিন্দ মোদক


সাত দিনেই মলিন ত্বকের 

উজ্জ্বলতায় ফেরা, 

সাত দিনেই যাবে কমে 

অকাল চুল পড়া! 


সাত দিনেই অবাঞ্ছিত দাগ 

উধাও হয়ে যাবে, 

প্রাকৃতিক উপায়ে রঙ ফিরিয়ে 

মোলায়েম ত্বক পাবে। 


খুশকি সমস্যা মিটে যাবে 

চুল যে হবে কালো, 

ত্বকের বয়স থমকে যাবে 

দেখতে লাগবে ভালো! 


দাঁতের কালো উধাও হবে 

ফিরে পাবে ছন্দ, 

মুখের হাসি নির্মল হবে 

থাকবে নাকো গন্ধ! 


নখের বাহার বৃদ্ধি পাবে 

সাত দিনেরই মাথায়, 

গ্যারান্টি দিয়ে দিচ্ছে লিখে 

তোমার খাতার পাতায়! 


এসবের জন্য কিনতে হবে 

দেড়শো রকম ক্রিম, 

খেতে হবে পেটেন্ট ওষুধ 

হতে চাইলে স্লিম।


এর জন্য চাই যে শুধু 

পার্স ভর্তি টাকা, 

নইলে স্বপ্ন-ই রয় যাবে 

ক্যানভাসটা ফাঁকা!


তবুও থাকবে রঙিন প্রচার 

টিভি কাগজ জুড়ে, 

বিজ্ঞাপনের ফাঁদে সবাই 

মরছে ঘুরে ঘুরে!

_________________________


গোবিন্দ মোদক।

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103



No comments:

Post a Comment