Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

প্রতিবেদন ।। চিরবিদায় নাট্যকার অভিনেতা মনোজ মিত্র ।। পাভেল আমান


চিরবিদায় নাট্যকার অভিনেতা মনোজ মিত্র


শারীরিক অসুস্থতা ও বার্ধক্য জনিত কারণে অবশেষে বাংলা নাট্য ও চলচ্চিত্র জগত থেকে চির বিদায় নিলেন কিংবদন্তি অভিনেতা ও নাট্যকার  মনোজ মিত্র মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। স্কুল জীবনে তার বাঞ্ছারামের বাগান ও শত্রু সিনেমায় অসাধারণ অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম। সেই সময়ই মনোজ মিত্র হয়ে উঠেছিলেন তার ক্ষুরধার অভিনয় শৈলীতে এক প্রথিতযশা অভিনেতা। বাংলা নাট্য জগত থেকে সিনেমা জগত সর্বত্রই যেন এক নতুন প্রাণের সঞ্চার ঘটেছিল মনোজ মিত্রের অর্ণনীয় অভিনয়ে।যেকোনো চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম্য করে মঞ্চ ও সেলুলয়েডের পর্দায়  যেভাবে অভিনয়শৈলীকে দর্শকের সম্মুখে উপস্থাপিত করেছিলেন তা এক কথায় অনবদ্য। একদিকে শিক্ষক নাট্যকার নাট্য অভিনেতা এবং তার পাশাপাশি চলচ্চিত্র অভিনেতা- সর্বত্রই তিনি ছিলেন সাবলীল।মনোজ মিত্রের জন্ম উচ্চ বাংলার সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক হন তিনি। এই কলেজে পড়ার সময়েই নাটকের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েন। সেই সময় তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন নাট্য জগতের বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের। যাদের সাহচর্য মনোজ মিত্রের জীবনকে সমৃদ্ধ ও বিকশিত করেছিল।পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মনোজ। গবেষণাও শুরু করেছিলেন।১৯৫৭ সালে নাটকে অভিনয় শুরু মনোজের। ১৯৭৯ সালে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেছিলেন। বরাবরই তার মধ্যে নাটক সম্বন্ধে চরম ভালোলাগা ও উন্মাদনা ছিল। সেই অন্তস্থ ভাবনার পরিপূর্ণতা বহিঃপ্রকাশে রচনা করেন প্রথম নাটক 'মৃত্যুর চোখে জল' ১৯৫৯ সালে। তদুপরি ১৯৭২-এ 'চাক ভাঙা মধু' নাটকের মাধ্যমে তাঁর খ্যাতি এবং পরিচিতি বাড়ে। এই নাটকের মধ্যে দিয়েই তিনি রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছান আপামর নাট্য অনুরাগীদের মননে। এরপরে অভিনয় করেন অবসন্ন প্রজাপতি', 'নীলা', 'মৃত্যুর চোখে জল', 'সিংহদ্বার', 'ফেরা'-র মতো একাধিক দর্শক সমাদৃত নাটকে। এ কথা বলার অপেক্ষা রাখে না বাংলা নাটক ও মঞ্চকে দর্শকদের মধ্যে ছড়িয়ে দিতে তাদের মননকে আকৃষ্ট করতে নাটক ও মঞ্চের সঙ্গে তাদেরকে জুড়তে মনোজ মিত্র অভিনয়টা করেছিলেন দরদ ও ভালোবাসা দিয়ে। শম্ভু মিত্র উৎপল দত্তের পর তিনি বাংলা নাট্য জগতের হয়ে উঠেছিলেন অন্যতম প্রবাদপ্রতিম নাট্যকার ও অভিনেতা। নাট্য জগতের পাশাপাশি বাংলা সিনেমার দুনিয়াতেও ছিল তাঁর অবাধ বিচরণ। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, তপন সিনহা, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের পরিচালনায় অভিনয় করেছেন। খলনায়ক হিসাবেও তাঁর জুড়ি মেলা ভার ছিল।নেতিবাচক চরিত্রে অভিনয় করেও দর্শকদের শ্রদ্ধা এবং সম্ভ্রম আদায় করে নিয়েছিলেন তিনি। তাঁর অভিনীত বেশ কিছু উল্লেখযোগ্য ছবি হল 'বাঞ্ছারামের বাগান', 'শত্রু', 'তিন মূর্তি', গণশত্রু, ঘরে বাইরে'দামু' প্রমুখ। বহু দিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্য বিভাগে অধ্যাপক হিসাবে পড়িয়েছেন। ২০০৩ সালে তিনি অবসর গ্রহণ করেন।মনোজ মিত্রের মৃত্যু বাংলা সংস্কৃতি, থিয়েটার ও চলচ্চিত্র জগতের জন্য একটি বিরাট ক্ষতি। তাঁর অভূতপূর্ব অবদান আজীবন স্মরণীয় থাকবে। শিল্পীর মৃত্যু হলেও শিল্প অমর ও অক্ষত ঠিক সেভাবেই মনোজ মিত্র তার মনন শীল প্রাণ জুড়ানো অসাধারণ অভিনয় দক্ষতার দৌলতে বাঙালি দর্শকদের মনি কোঠায় রয়ে যাবেন। বাংলা নাট্য জগত ও চলচ্চিত্রে মনোজ মিত্রের নাম থেকে যাবে তার নাটক জীবন দর্শন ও অভিনয় সত্তা নিয়ে চলতে থাকবে বাঙালি দর্শকদের মধ্যে চর্চা আলোচনা ও গবেষণা। 


রচনা -পাভেল আমান- হরিহরপাড়া- মুর্শিদাবাদ


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত