কবিতা ।। কে সে ।। রণেশ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। কে সে ।। রণেশ রায়


কে সে 

রণেশ রায় 


জীবনের ছায়াপথে,

কে সে? ডাকে আমাকে,

কোন সে রহস্যময়ী?

আমি চিনি না তাকে।


চোখ তার শ্রাবণের বর্ষার শোকাশ্রু,

মুখ তার শরতের ভোরের সকাল,

তার ইশারায় বসন্তের কুহেলি,

দেখেছি তাকে খেজুরহের স্থাপত্যে।


হয়তো তাজের সমাধিতে চিরঘুম তার,

আমি জেগে থাকি তার প্রেরণায়,

কখন সে আসবে সশরীরে?

নির্বাক সে তাকে পেতে চাই সবাকে।

No comments:

Post a Comment