কবিতা ।। বিষণ্ণতা ।। ইয়াসমিন বানু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। বিষণ্ণতা ।। ইয়াসমিন বানু

বিষণ্ণতা

ইয়াসমিন বানু

১---

     ভাঙা শিকের এক সে ছাতায়
     দুজনে পথচলা
     দমকা বাতাস
     সঘন বরষা
     হলো না সব বলা
     বয়ে গেল বৃষ্টি তোড়ে
     ছাতা এখান ওখান ওড়ে
     নাগাল ছেড়ে অনেক দূরে 
       আজও যদি বৃষ্টি পড়ে..
২ ----
       পশ্চিমের জানালা দিয়ে 
       এসেছিলে এক ফালি রোদ হয়ে
        জলচক্রের আবর্তনে
         বৃষ্টি ধারায় ধুয়ে
         আনলে নদীতে বয়ে
         এখন আছি মোহনায়
         কোনো এক অজানায়
         নিয়ে যাবে সাগরবেলায় ?
         খোলা চুলে ঝিনুক মেলায়
         সুরে সুরে মিলে গিয়ে অবেলায় ।
    
৩---
         মন আজও খোঁজে তাকে
         কালো মেঘের লালের বাঁকে
         পড়ন্ত এ ফাগুন বেলায়
          হঠাৎ যদি আসো হেলায়
          আবির রঙের নেশার খেলায়
          পলাশ , শিমুলের মেলায়
           রূপকথাকে সঙ্গী করে
           ভেসে যেতাম ময়ূরপঙ্খী ভেলায়
           মন দুটোকে জাপটে ধরে
           দুলিয়ে দিতাম জীবনদোলায় ।।
       
=================
 
ইয়াসমিন বানু
বেকবাগান
কোলকাতা

No comments:

Post a Comment