কবিতা ।। কবি মশাই, ও কবি মশাই ।। সোমা রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। কবি মশাই, ও কবি মশাই ।। সোমা রায়

কবি মশাই, ও কবি মশাই 

সোমা রায় 


কবি মশাই ও কবি মশাই 
শুনতে পাচ্ছেন আমার ডাক 
আপনার জন্য বানিয়েছি 
আমি বিউলির ডাল আর কচু শাক।
কি হলো কবি মশাই সাড়া যে দিচ্ছেন না 
আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন না
কবি মশাই জানেন আমার মা নেই 
তাকে হারিয়েছি অকালে 
একাকীত্ব ভিড় করে আমার জানালায় 
চায়ের কাপ ঠান্ডা হয় শুধু নীরবতায় !
আপনার জন্য নতুন করে বাঁচতে আমি শিখছি 
আপনাকে নিয়ে নতুন করে প্রেমের গল্প লিখছি
একলা আমি আমার একটাই ঘর,
সেই ঘরে শুধু আপনাকে দরকার 
কবি মশাই আমার কথা পরে মনে
সন্ধ্যার সেই চায়ের ঘ্রানে 
পাড়ার মোড়ে সে এসে দাঁড়ায় !
হয়তো আমার অপেক্ষাতে 
আমি এখনো হারিয়ে থাকি, আপনার লেখা কবিতাগুলিতে ।
বসন্ত আমি চেয়েছিলাম তার কাছে 
 সে আমায় উপহার দিল শুকনো শীত কাল 
ঝরে যাওয়া পাতাগুলোর শেষ বেলায় 
পাখিরা যেভাবে বাড়ি ফিরে যায় 
আমিও ফিরতে চেয়েছিলাম নিজের ছোট্ট ঘরটায় 
অজানায় পথ হারালাম 
আপনার কাছে আর ফেরা হলো না;
যদি কোনদিন বসন্তের এক বিকেলে আমাদের দেখা হয় 
সেদিন না হয় আপনাকে জানাবো 
এই রুক্ষ শরীরে আপনার জায়গাটা কোথায়।



No comments:

Post a Comment