কবিতা ।। তমশার কথা ভেবে ।। সৌরভ মান্না - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। তমশার কথা ভেবে ।। সৌরভ মান্না

তমশার কথা ভেবে

সৌরভ মান্না


  সত্যি বলতে,
 মেঘ হতে চাইনি কখনও-
এই আধুনিক সভ্যতার উষ্ণতম বুকে
সুবিশাল ছায়াগাছ হতে চেয়েছিলাম।

তারপর একদিন উৎসবের রাতে
আকাশ ঢাকা আতসবাজির
রাঙা আলোর খেলা দেখে মনে হয়েছিল,
শহরের বুকে ভ্রাম্যমাণ-ভবঘুরে
কাকের মতন আমার অস্তিত্ব!

আমার সব হতে চাওয়া বা
কিছু না হতে চাওয়াতে
এ সমাজের বিন্দুমাত্র যায়-আসে না,

তবু,ছায়া গাছই হতে চেয়েছিলাম
প্রখর রৌদ্রে, কেবল তমশার কথা ভেবে।

No comments:

Post a Comment