নতুন শাসন
মানস মণ্ডল
সে আমার নতুন ভুবন
ভাঙে গড়ে
মুহূর্ত খুলে আমাকে সাজায়
পুতুল সকালে আর খেলার বিকেলে
এ-পৃথিবী ও-পৃথিবী ঘুরে, ফিরে আসি
একবার দেখা হবে এই লোভে
এক সন্ধ্যা দেখা হবে
এটুকুই কোকিল যখন
এ'বয়সে এসে, মাথা পেতে নিই তার
নতুন শাসন।
ভাঙে গড়ে
মুহূর্ত খুলে আমাকে সাজায়
পুতুল সকালে আর খেলার বিকেলে
এ-পৃথিবী ও-পৃথিবী ঘুরে, ফিরে আসি
একবার দেখা হবে এই লোভে
এক সন্ধ্যা দেখা হবে
এটুকুই কোকিল যখন
এ'বয়সে এসে, মাথা পেতে নিই তার
নতুন শাসন।
-----₹------
Manas Kumar Mandal
B.B.D.Palli, Ismile (near Homoeopathic College)
P.O.- Asansol
Dist.- Paschim Bardhaman
PIN. 713301
No comments:
Post a Comment