কবিতা ।। অন্ধকার রাত জাগে ।। অঞ্জন বল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। অন্ধকার রাত জাগে ।। অঞ্জন বল

অন্ধকার রাত জাগে 

অঞ্জন বল


আমি তো চাইনি এত রক্তপাত বৈভব
বিধিবদ্ধ অনিশ্চ্য়তা... উৎখাত...
নিঃসঙ্গতা।

কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে বসে থাকে
পরিযান শেষে বসতির পুনঃনির্মাণ হয়
প্রতিদিন সীমানা বদলে যায় ঈশ্বরের
জেরুজালেম থেকে অযোধ্যা --
এক অনিশ্চিত বধ্যভূমি।

মন্দিরের ফাঁকফোকরে পায়রার সংসার -- 
পাষান স্তব্ধতা, ঈশ্বরও নিঃসঙ্গ আজ
পাথরের খিলানে বদ্ধ প্রাণ 
এখানে রক্তপাত নিষিদ্ধ 
মর্মরে বুদ্ধ শয়ান।

জলেও আছি ডাঙায়ও আছি
নিরন্তর স্রোতে ভেসে থাকি অবিচল।
অতলান্ত ডুবুরির মতো 
অনন্ত এক খোঁজ আগুনের সন্ধানে  সুমেরু থেকে কুমেরু --
প্রাচীন সভ্যতার  প্রস্তরীভূত ভ্রূণ ।

সহবস্থানে আছি, থাকি বাস্তুতন্ত্রেও 
থাকি নিরন্তর শোধনে 
এখনো পুড়ে যায়নি দেশ 
এখনো মরে যায়নি ক্ষোভ, 
শরীরে ঘুন গোপন ক্ষত -- 
রক্ত ঝরে,
অন্ধকার রাত জাগে --
গভীর রাত্তিরে অন্দর গিয়ে দাড়ায় রাজপথে ।

*******************
অঞ্জন বল
ইস্টার্ন পার্ক, সন্তোষপুর
কলকাতা : 700075


No comments:

Post a Comment