শাশ্বত বর্ণমালা
ঘনশ্যাম কল্পতরু
সময়ের বসন্তে ঝরে পড়া রোদ
জলছবি হয়ে ভেসে থাকে জীবনে।
বিকেল বেলার কোকিলের ডাক,
বৈশাখের শীর্ণকায় নদী
বর্ষা মনে রাখে না।
স্বাধীনতা যেমন অতীতকে ভুলে যায়
ভুলে যায় সূর্যসেন প্রীতিলতা
নেতাজির মতো মহান মনীষীদের।
তবু জীবন খোঁজে জীবনের জন্য
সময়ের স্রোতে ভাসে সব রং ,
একাকীত্বের এই সন্ধান পায় জীবন স্রোত ;
এখানেই সন্ধান মেলে জীবনের সব রং একাকার।
_________________
No comments:
Post a Comment