ভালবাসা
আশীষ কুমার চক্রবর্তী
সকালবেলা ভালবাসা দিয়ে
তোমাদের কাছে আসি
সাধ হয় সবার হৃদয়ে সুর হয়ে আমি থাকি।
আকাশ, বাতাস, ঝর্ণা,পাহাড়ে
মহামায়ার দেখা পাই সুরে সুরে।
বন্ধু আজ তোমাদের সাথে
কিছু কথা আমি চাই যে বলিতে।
ভুল বোঝাবুঝি সম্পর্কের মাঝে কোনদিন যদি হয়
"ভুল" শুধু ভেঙে দিতে হয় সম্পর্কটা নয়।
মাকড়সার জালের মতো মায়া আর মমতা
একবার জড়িয়ে গেলে কোনদিন তা খোলে না।
বন্ধু আমি এ কথা মানি,
সর্ব সময় এটা মেনে চলি
মনে রাখতে হয় না কোন ভাল মানুষকে
অন্তরেতে সকল সময়ে জড়ায়ে তারা থাকে।
==================
Ashis kr Chakraborty. Advocate.16 Avenue South Santoshpur Jadavpur Kolkata-70O O75
No comments:
Post a Comment