কবিতা ।। প্রভাত অলি ।। বন্দনা পাত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। প্রভাত অলি ।। বন্দনা পাত্র

প্রভাত অলি 

বন্দনা পাত্র 


অন্ধকারে বুক ফেটে যায় দুঃখরাতি......
শিরায় শিরায় আগুন ধরায় প্রেমবাতি 
হেমন্ত রাতের শিউলি ছড়ায় সেই প্রভাতি 
জীবন-তরী আমায় নিয়ে করছে শুধু মাতামাতি।

দুঃখভরা মনটাকে নিখুঁত করে রাখছি আমি 
একটুখানি চোখের জলে প্রতিবাদে জগৎ-স্বামি 
জানাই শুধু সাঁঝ সকালে তোমার কাছে অন্তর্যামী
মাথা নোয়াই বারবার, কাঁদাও কেন আমায় তুমি?

আনন্দের এই জগৎটাতে তোমার সাথে মহারাজ 
কষ্ট পেয়েও সহ্য করে আছি আমি ভীষণ আজ!
দুঃখ শোকের মনটাকে লুকিয়ে রাখি বন্দীরাজ,
অলিকথা প্রভাত এলে শুনব বলে আমার অ্যামন মুক্ত সাজ।

ফুলবনে ঐ প্রভাত বেলায় মৌমাছিরা শঙ্কিত 
আমায় দেখে অলিরা সব গভীর ভাবে কম্পিত 
বেদন ধারা এত বড় ফুলের উপর অঙ্কিত....
ঠাঁই নাই নিজঘরে, দুঃখ সাগরে হই অবনত।।

No comments:

Post a Comment