ছড়া ।। বাজারদর ।। বিপুল চন্দ্র রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

ছড়া ।। বাজারদর ।। বিপুল চন্দ্র রায়

বাজারদর

বিপুল চন্দ্র রায়

 

সকাল বেলা বউয়ের চিল্লাচিল্লি,

ঘরে নাই বাজার রান্না করব কি?

এই নাও বাজারের ফর্দ

বাজার আনো জলদি জলদি

বাজার গিয়ে দেখি,যে অবস্থা

আমরা গরীব মানুষ খাবো কি?

কোন কিছু নাই সস্তা

দাম শুনে হইলাম বেহুঁশ

খালি হাতে ফিরলাম বাড়ি

বউয়ে শুনতে হবে কথা

শোন বউ,চাল,তেল,ডাল

দাম বেড়েছে জবর

সবজির বাজার চরম,

মাছের বাজার গরম,

মাংসের বাজার হাজার,

কোন কিছু নাই সস্তা,

কচুশাক গরীবের আস্থা

বউ শোনে মহা গরম

বউ কথা কয় না নরম

কোন কিছু নাই উপায়,

বউ আমার সংসার  আমার 


=============

বিপুল চন্দ্র রায়

রাজারহাট-কুড়িগ্রাম।

No comments:

Post a Comment