Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

অণুগল্প ।। মেন্টাল ।। চন্দন মিত্র

মেন্টাল

চন্দন মিত্র

 

অত বড়ো অফিসার তবু বাড়িতে কোনো মান নেই। কথায় কথায় বউ মেন্টাল বলে খোঁচা দেয়। মেয়ে অবশ্য সরাসরি বলে না, রেগে গেলে মায়ের রেফারেন্স টেনে বলে, এইজন্যই মা তোমাকে ড্যাস বলে। না, শব্দটি সে ভুলেও উচ্চারণ করে না কখনও।
    শনিবার অফিস-ফেরতা নির্মলবাবু গেলেন মাছবাজারে। তাঁকে দেখে নিরঞ্জন একপ্রকার ঝাঁপিয়ে পড়ে। স্যার আসুন আসুন একেবারে কাঁচা ইলিশ দেব এই গঙ্গার। নির্মলবাবু, নিরঞ্জনের বাঁধাধরা কাস্টমার, কদাচিৎ অন্য দোকান থেকে কেনেন। সে অবশ্য নিরঞ্জন হাত দেখালে তবে। যেদিন ভালো মাছ থাকে না, সেদিন নিরঞ্জন নির্মলবাবুকে হাত দেখিয়ে দেয়। থার্মোকলের বাক্স থেকে প্রমাণ সাইজের ইলিশটি বের করে ডালার উপরে রাখে নিরঞ্জন। বরফের কুচি মাখা রুপোলি শরীর বিজলি বাতির ছটা পেয়ে ঝকঝক করছে যেন এখনো প্রাণ আছে। নির্মলবাবুর চারপাশে ভিড় জমে যায়। জোড়া জোড়া চোখ থেকে অদৃশ্য জিভ বেরিয়ে সেই রুপোলি শরীরখানি চেটে নিতে চায়। নির্মলবাবু কিছু বলার আগেই নিরঞ্জন পাল্লায় চাপিয়ে দেয় সেই পেল্লাই সাইজের ইলিশটিকে। পাল্লায় শুয়ে সেই সুন্দরী এমন ভাব দেখায় যেন সে তার দাম সম্পর্কে যথেষ্ট সচেতন। তার চোখের দিকে ভালোভাবে তাকালে বোঝা যায় তার দৃষ্টিতে তাচ্ছিল্যের ইঙ্গিত। অর্থাৎ যতই দেখ না কেন  আমায় কিনতে পারবে না।
    স্যার, দেখুন দেড় কেজিরও বেশি। আপনি দুহাজারই দিন। নির্মলবাবু নিঃশব্দে টাকাটা মিটিয়ে দেন। কিন্তু তাঁর মাথার ভিতরে চিন্তারা পাক খেতে থাকে। এত বড়ো একটা ইলিশ মাছ নিয়ে তিনি কী বা করবেন। বাড়িতে মোট তিনজন লোক। তাছাড়া অমন একটা ইলিশ মাছ ভাজলে গন্ধ ছড়াবেই। নিতান্ত বালক দুই ভাইপোর মনে খাওয়ার ইচ্ছা জাগবে। ইদানীং ভাইয়ের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। ফলে দিতে গেলে হয়তো নেবে না, খামোখা ঝগড়া বাধবে। প্রতিবেশিদের যা অবস্থা তাদের পক্ষে ইলিশ কিনে খাওয়া অসম্ভব ব্যাপার। আপদেবিপদে তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নির্মলবাবু কখনোই দ্বিতীয়বার ভাবেননি। এইসব ভালোবাসার মানুষদের টানেই তো সহধর্মিণীর দেওয়া মেন্টাল শিরোপা শিরোধার্য করেও গ্রামে থেকে  গেলেন নির্মলবাবু। তবে ইলিশ কিনে খাওয়ানো কেমন যেন আদিখ্যেতা বলে মনে হয় তাঁর কাছে। অথচ ইলিশ ভাজার গন্ধটা তাদের নাকেও পৌঁছে যাবে। এতগুলো মানুষকে কষ্ট দিয়ে ইলিশ খাওয়া অনৈতিক। এতসব কথা তিনি নিরঞ্জনকে বলতে পারবেন না, বলবেনই বা কেন ! এতবড়ো ইলিশ হয়তো নিরঞ্জন কাউকে বিক্রি করতে পারবে না, তাই নিরুপায় হয়ে তাঁকেই ধরেছে। তাছাড়া এতগুলো লোকের সামনে নিরঞ্জনকে না-বলার মানে তাঁর নিজের মানটুকু ভরাবাজারে জলাঞ্জলি দেওয়া। 
স্যার, কেটে দিই ?
না, না, থাক কাটতে হবে না।
তাহলে ব্যাগ দিন।
ব্যাগ থাক, তুমি বরং একটা পলিথিনে দিয়ে দাও।
স্যার, আপনি তো পলিথিন...
আজকে লাগবে।
    পলিথিনের প্যাকেটে মাছটি নিয়ে নির্মলবাবু হনহন করে হাঁটতে থাকেন। তাঁর চলে যাওয়ার পথের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে নিরঞ্জন। আজকে স্যারের আচরণ কেমন যেন অস্বাভাবিক ঠেকে তার কাছে। স্যার তো কোনোদিন মাছ না-কেটে নিয়ে যান না, তাও আবার পলিথিনের প্যাকেটে ! নিরঞ্জনের মাথায় বেশিক্ষণ কোনো ভাবনা টিকে থাকতে পারে না। একদামে অতবড়ো ইলিশখানা বেচতে পেরে সে খুশিতে ডগমগ হয়ে একটি সিগারেট ধরিয়ে ফেলে। 
    নির্মলবাবু বাড়ির দিকে না-গিয়ে উলটো দিকের পথ ধরেন। মিনিট দশেক হেঁটে তিনি গঙ্গার ঘাটে পৌঁছে যান। উপরের দিকে হাওয়া-বিলাসী নারীপুরুষের ভিড়। ঘাটের সিঁড়ি বেয়ে নির্মলবাবু জলের কাছে পৌঁছে যান। না, লোকজন কেউ নেই। পাড়ের মাস্তুলবাতির কিছুটা আলো জলের উপর পড়েছে। নির্মলবাবু একবার উপরের দিকে ভালো করে তাকিয়ে দেখে নেন, কেউ দেখছে কিনা। তারপর প্যাকেট থেকে সন্তর্পণে মাছটি বের করে তার লেজ ধরে জলে ভাসানোর চেষ্টা করেন। জোয়ারের স্রোত পেয়ে মাছটি মালিন্য মুক্ত হয়। আচমকা নির্মলবাবু হাতে একটা ঝটকা পেয়ে অবাক হয়ে দেখেন মাছটি তাঁর হাত থেকে নিজেকে মুক্ত করে ক্রমশ জলের গভীরে হারিয়ে যাচ্ছে। এক অনাবিল আনন্দে নির্মলবাবু আঁজলা ভরা জল নিয়ে মাছটির প্রস্থানপথের দিকে ছিটিয়ে দেন।                       
====================
 

চন্দন মিত্র

ভগবানপুর (হরিণডাঙা)

ডায়মন্ড হারবারদক্ষিণ চব্বিশ পরগনা

সূচক - ৭৪৩৩৩১

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল