Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতা ।। অনুসরণ না অনুকরণ ।। দীপক পাল

 

অনুসরণ না অনুকরণ 

দীপক পাল


প্রথমেই বলি, জানি না আমি কাকে বলে ধর্মযুদ্ধ;
আচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধ কি ধর্মযুদ্ধ? কে বলবে
দ্বিধাগ্রস্ত হে আমি, তাই খুঁজি উত্তর,

খুঁজে পাই আমি নানা ষড়যন্ত্রকে আর অন্যায়কে
যুদ্ধক্ষেত্রে কোনো বীরকে কৌশলে নিরস্ত্র করে
পারে কি কোনো বীর তার প্রতি শর নিক্ষেপ করতে?
ধনুরবীর অর্জুন পেরেছিল সামনে শিখণ্ডী খাড়া করে
নিরস্ত্র তার প্রিয় পিতামহ ভীষ্মকে শর নিক্ষেপ করতে
ষড়যন্ত্রের শিকার হয়ে দ্রোণাচার্যকে দিতে হলো প্রাণ
আর কর্ণ কি তার রথের চাকা তোলার সময় পাবে না?
রথহীন তাকে অস্ত্র নিক্ষেপ কি তাই পরাজয়ের ভয়ে?
এটা কি ধর্মযুদ্ধ নাকি কৌশলে হত্যা যুদ্ধক্ষেত্রে
নৃশংস ভীম কখনো মানে নি বীরের ধর্ম যুদ্ধক্ষেত্রে,
অন্যায় ভাবে গদাঘাতে উরুভঙ্গ করে দুর্যোধনের,
দুঃশাসনকে হত্যা করে তার বুক চিরে রক্তপান করে সে
কেন, সেকি উন্মাদ নাকি এক নৃশংস  হত্যাকারী?
বীর অভিমন্যু চক্রব্যুহ ভেদ করতে পারে পারেনা বেরোতে
এটা জেনেও তাকে চ্ক্রব্যুহে ঢোকার অনুমতি দিলো কে?
নিরস্ত্র করে মারলো তাকে অন্যায় ভাবে কৌরব বাহিনী
সেই দলে ছিলেন পিতামহ ভীষ্ম আর দ্রোণাচার্য
অসুস্থ পান্ডু কুন্তীর সাথে সেচ্ছায় করেন রাজ্যত্যাগ,
রাজ্যবাসী জানত না কেউ কোথায় ছিল তার অবস্থান
তবে কি এর পেছনে ছিল কোনো গোপনীয় রহস্য?
তাই কি পঞ্চ পাণ্ডবদের জন্ম হয় সবার অগোচরে?
গান্ধারী অন্তঃসত্ত্বা শুনে বিদুর ছোটে পান্ডুর সকাশে,
তবে সে কি জানত পান্ডু - কুন্তীর নির্দিষ্ট অবস্থান?
যে সাধুরা পাঁচ পুত্র সমেত কুন্তীকে পৌছালো হস্তিনাপুরে
তারা কার নির্দেশে কাজ করে এত বছর পরে?
বিদুর কি? অজানা রাজ্যবাসীকে কি বোঝালো সে?
ভীষ্ম, ধৃতরাষ্ট্র, গান্ধারী মেনে নিলো বিদূরের এই ছলনা?
ধৃতরাষ্ট্রের পুত্র স্নেহ পরাজিত হয় বিদুরের পুত্র স্নেহে
তাই বড়ো হয়েও দূর্যোধন হতে পারে নি রাজা হতে
রাজ্যবাসী যে অতিষ্ঠ অত্যাচারী দূর্যোধন দুঃশাসনে,
তারা চেয়েছিল অত্যাচার হতে মুক্তি তাই করেনি প্রতিবাদ
অসূয়া জন্মায় দুর্যোধনের, প্রতিশোধ জাগে মনে,
মামা শকুনির পরামর্শে আহ্বান করে সে যুধিষ্ঠরকে,
পাশা খেলায় হেরে যুধিষ্ঠির, হারায় নিজের অধিকার
ভাইদের দ্রৌপদীর ওপর বাজি রাখা এক অপরাধ
মহাজ্ঞানী যুধিষ্ঠির সেটা জানতেন, অবশ্যই জানতেন
জেনেও কেন অনৈতিক কাজ করতে গেলেন তিনি?
পিতামহ ভীষ্ম কেনো অনৈতিক খেলা খেলতে দিলেন?
রাজা ধৃতরাষ্ট্র তো পারতেন বলপ্রয়োগে তা বন্ধ করতে
অন্তত রাজসভা তো ত্যাগ করতে পারতেন একসাথে সব,
নাকি তারাও চেয়েছিলেন দ্রৌপদীর বস্ত্রহরণ দেখার জন্য
শত শত ধিক এই সব কাপুরুষ রাজন্যবর্গাদের!
ধন্য পাশা খেলা, ধন্য কুরুক্ষেত্রের যুদ্ধ তার পরিণতি!
যুগ যুগ ধরে চলেছে আজো সেই ষড়যন্ত্র, অন্যায় যুদ্ধ
তার সাথে চলেছে নারীর অপমান আজও সেই পথে


                --:---------



Dipak Kumar Paul,
DTC Southern Heights,
Block-8, Flat-1B
Diamond Harbour Road,
Kolkata - 700104.

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক