কবিতা ।। একদিন হারিয়ে যাব ।। বাবুল হাওলাদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 18, 2023

কবিতা ।। একদিন হারিয়ে যাব ।। বাবুল হাওলাদার

 

একদিন হারিয়ে যাব

বাবুল হাওলাদার


একদিন হারিয়ে যাব...
একবুক কষ্ট বুকে জমা করে।
হারিয়ে যাব একসমুদ্র চাপা কষ্ট নিয়ে।
সমস্ত ভালোবাসা সেদিন হারিয়ে যাবে
অগুনতি দুঃখের মাঝে।
হারিয়ে যাব আমার প্রিয়জনের কাছে
সমস্ত আশা-ভরসার অকাল মৃত্যু হবে সেদিন।
মৃত্যু হবে ভালোবাসা নামক অবুঝ শব্দটির।
ভালোবাসার অভাবে অসুস্থ হবে সেদিন
আমার হৃদয়।
অসুস্থ হব ক্রমে ক্রমে আমি।
জীবনের যত চাওয়া-পাওয়ার সমাপ্তি হবে।
সমাপ্তি হবে আমার জীবনের সব অনুভূতির।
সমুদ্র সমান অভিশাপ নিয়ে জীবন্ত শরীর আমার
মৃত হবে। বাঁচার ইচ্ছা শেষ হবে।
জীবনের লেনদেন সেদিন চিরদিনের জন্য শেষ হয়ে যাবে।
গলাকাটা মুরগির মত ছটফট করতে থাকবে 
আমার কম্পিত হৃদয়।
ভালোবাসারা বড্ড অসহায় হয়ে পরবে সেদিন।
আকাশ সমান স্বপ্নগুলো টুকরো টুকরো 
বৃষ্টি হয়ে ঝরে পরবে চোখের কোণে
সুখগুলো সেদিন উপহাস করবে আর হাসবে 
আমার করুন পরিনতি দেখে।
একদিন হারিয়ে যাব...
সমস্ত মান, অভিমান ভুলে।
হারিয়ে যাব আমার একাকিত্বের মাঝে।
সমস্ত স্মৃতিগুলো তখন উপহাস করবে আর প্রচন্ড কাঁদাবে। 
সেদিন হয়ত মানুষিক রোগি হব।
স্বাভাবিক মানুষের ন্যায় আচরণ থাকবে না।
ছোট ছেলেমেয়েরা পাগল ভেবে ইট, পাথর নিক্ষেপ করবে।
কেউ কেউ দরদ ভরে রুটি ধরিয়ে খেতে দিবে।
হঠাৎ কোনো ব্যস্ত রাস্তার মোড়ে দেখা হলেও 
চিনতে পারবে না প্রিয় মানুষটি।
পাগল আবার কি করে প্রিয় মানুষ ছিল।
রাস্তায় ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাদ্য হবে 
ক্ষুধা নিবারনের জন্য প্রিয় খাদ্য।
শীতের সকালে কাঁপতে থাকব
কোনো একজন দরদ করে তার পুরনো অব্যবহৃত 
সুয়েটার দিয়ে সাহায্য করবে শীত নিবারনে।
ভালোবাসার পাগলরা বুঝি এমনি হয়...
তার প্রিয় মানুষ থাকে অন্যের হাত ধরে সুখি 
আর সে নিজে থাকে পাগল।
কত অদ্ভুত, কত নিষ্ঠুর প্রিয় মানুষগুলো।
কত কঠিন তাদের মন।
প্রিয় মানুষকে রাস্তার পাগল করে কেমন করে
অন্যের সাথে ঘুমোয়।
যার জন্য পরিবার, সমাজ সব ছেড়ে দিয়ে আজ
রাস্তার নোংরা পোশাকধারি বেনামি পাগল,
তার কি কোনো ধারণা আছে
কতটা পাগলের মত ভালোবাসলে একটা সুস্থ্য, 
সবল, স্বাভাবিক মানুষ পাগল হয়?
আমি বলি সে তো নির্বোধ কারণ
তাকে যে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে
তাকেই ছেড়ে দিয়ে অন্য কারো সাথে সংসার পেতেছে।
যে ভালোবাসার জন্য পাগল হতে পারে তার চেয়ে 
কেই বা বেশি ভালোবাসতে পারে?
চূড়ান্ত মৃত্যু একবারই হয়ে থাকে
তবে এই ভালোবাসার মৃত্যু যে বারংবার হয়ে থাকে।
একদিন হারিয়ে যাব... বিবকের কাছে।
হেরে যাব আমার সুখের কাছে।
দুঃখ হবে একমাত্র সাথি।
সময়ে-অসময়ে তার স্মৃতিগুলো
আমার হৃদয়ে এক অদেখা ঝড় তুলে যাবে।
সে ঝড়ে তছনছ হবে ভেতরের সমস্ত বসতকারিরা।
 
===============

বাবুল হাওলাদার

(দত্তপাড়া, শিবচর, মাদারীপুর, বাংলাদেশ

 

No comments:

Post a Comment