ছড়া ।। আর বলবে কত ? ।। দিলীপ কুমার মধু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, May 16, 2022

ছড়া ।। আর বলবে কত ? ।। দিলীপ কুমার মধু

আর বলবে কত ?

দিলীপ কুমার মধু


অজুহাতের হরেক ধরন
শুনবে, তবে শোনো
একই মুখে একরকম কথা
দোষ হয় না কোন,
খরিদ করে দোকান থেকে
বাকি থাকে যত
'একটু পরে দিচ্ছি এসে'
বলবে পূর্ব মত।
কিংবা বলে 'পরে  নিও
পালিয়ে যাব নাকি ?
বিকেলে ঠিক পাঠিয়ে দেব
ভরসা নেই নাকি ?'
কখনোবা বলে আবার--
'কালকে দিয়ে যাব'
প্রতিশ্রুতি দিয়ে বলে--
'দেব ,যবে পাবো ।'
তাগাদা দিলেই বলেই চলে---
'দেব বৈকি দেবো
তোমার পাওনা পয়সাটা
আমি কেন নেব ?'
চাইলে বলে --'চেনো না নাকি
দিচ্ছি মনে আছে
তোমার অমন বাকি টাকা
অনেক আছে কাছে।'
অভ্যাসবশে হঠাৎ বলে--
'এইতো দিয়ে যাব
ভুলে যাবো না, সত্যি বলছি
না দিয়ে রেহাই পাব ?'
শুনলে তো অজুহাতের
ধরণ শত শত
মিথ্যে বলে  শেষ হলে যে
আর বলবে কত !
----------
 
দিলীপ কুমার মধু, মেমারি, পূর্ব বর্ধমান

No comments:

Post a Comment