কবিতা ।। ভূমি ।। গণেশ মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, May 16, 2022

কবিতা ।। ভূমি ।। গণেশ মাইতি

ভূমি

গণেশ মাইতি


কবিতার দেশ জুড়ে কফিনের বাগ
রুটির ঝুড়িতে পোড়া বারুদের দাগ।
চারিদিকে ধ্বংস স্তুপ মায়া আর কান্না
সবাই চোখ বুঝে তৃতীয় বিশ্বযুদ্ধ চাই না।
আর কতদিন আত্মরক্ষায় চলবে দমন
সূর্য তুমি না হলে মহৎ ধরা বাঁচে কেমন।
ট্রমবিতা শুনে মাটির গন্ধে বাঁচত যে প্রাণ
সাইরেন শব্দে মরছে নিয়ে বারুদের ঘ্রাণ।
ভালবাসার শুড়ঙ্গ জুড়ে প্রতিশোধের আশ
মাতৃ ভূমির মুক্তিতে রাজি হতে রক্তাক্ত লাশ।
জীবন কি শুধু সাম্রাজ্য বাদির দয়া
তোমরা যে সভ্য সর্বোৎকৃষ্ট কায়া।
কবেইত নিয়েছ কেড়ে কর্ণকবজ যুদ্ধ যোজনায়
ধ্বংসের পরও থাকবে বেঁচে কর্ণ হৃদয় যন্ত্রনায়।
কুরুক্ষেত্রে কে জিতেছে দেখ একবার
এবার যুদ্ধ থামাও,থামাও মৃত্যু কারবার।

No comments:

Post a Comment