Featured Post
কবিতা ।। অধিকার ।। সবুজ জানা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
অধিকার
সবুজ জানা
(1)
--এ পৃথিবীর মাটি, জল, বায়ু এবং অধিকার
নারী আর পুরুষ সমান সমান। তাই অধিকার চাই
অধিকার। নারীদেরও সমান অধিকার।
স্ট্রিটকর্নারে ভাষণ চলে। অফিস ফেরত দাঁড়িয়ে পড়ি।
--সমাজের প্রতিস্তরে মেয়েদেরও সমান গুরুত্ব দিতে হবে।
আমার ছাপোশা বাংলাপানমার্কা আলুভাতে টাইপের বউ -এর ছবিটা চোখে ভাসে। ওর আবার মতামত! সে ত ধান ভানতে শীবের গীত! হাসি পায়।
--ইতিহাস সাক্ষী।
আর্যনারীদের স্বয়ম্বরে বর বাছার অধিকার স্বীকৃত ছিল।
আমরা কি সামনে হাটছি না পেছনে?
আরে সে ত আর্য নারীর কথা। তার উপরে আবার রাজ কন্যা। অধিকার শব্দটা ওদের মানায়। তাই বলে বাংলা পান। এত অধিকারের অপমান!
--কবি বলেছেন, এ পৃথিবীর যা কিছু সৃষ্টি অর্ধেক তার
রচিয়াছে নারী অর্ধেক তার নর।
ভায়া কবির কথা ছেড়ে। বাড়ির খবরটা কাসুন দেখি ঝেড়ে। ওসব কথার কথা। আরে মঞ্চে ওসব সবাই বলে।
তবে লোকটি বলে ভাল। হাজার হাতের তালিতে বাচন ভঙ্গি প্রসংশিত।
(2)
ক্লাবে আবার ইয়ারবক্সি অপেক্ষমান। দ্রুত হাঁটা দিই।
গল্পে আড্ডায় কয়েক পেগ। চাটে কষা চিকেন লেগ।
রাত বাড়ে। বাত বাড়ে । বউকে অবদমনকারীই প্রমাণিত বীরপুরুষ। শাবাশ! শাবাশ! একটা বেশি অভিনন্দন পেগ
অবশেষে দুঠোঁটের মাঝে একটা সিগারেটকে পথবাতি করে শারীরিক ভারসাম্যকে ভারবাহী মাটি আর সাম্যবাদী বাতাসের উপর ছেড়ে বাড়ি ফিরি অনেক রাতে। আধঘুমে জাগরণে থাকা গিন্নি দরজাটা খুলে প্রতিরোধহীন উষ্মায়, তুমি আজও........
মুচকি হেসে অগোছালো তবু চৌখস আমি বলি, আরে পুরুষ মানুষরা বোহেমিয়ান টাইপের একটু আধটু এটা ওটা স্বাভাবিক।
(3)
সেদিন অফিস ফেরত সোজা বাড়ি ফিরে শুনি, আমার মেয়ে আরাধ্য বাড়ি ফেরেনি। এত রাত হল! বাড়ি মাথায় তুলি। অগ্নিশর্মা ভাষায় সমালোচিত বউয়ের আস্কারা।
একটু রাত করে মেয়ে বাড়ি ফিরলে প্রশ্ন করি, এত দেরি হল যে?
--ক্লাস শেষে টিউশান ছিল। তারপর?
--অধিকারদের বাড়ি গিয়েছিলাম।
--তাই বলে নিজের অধিকারের সীমা ছাড়িয়ো না।
আমার বৃদ্ধা মা প্রতিবাদ করে, আরে ওর সমস্যাটা একটু বোঝা।
--ওত বোঝাবুঝির কি আছে? যা বোঝ না তা নিয়ে তর্ক কোরোনা। মেয়েরা মেয়েদের মত থাকবে।
============
পাঁশকুড়া
পূর্ব মেদিনীপুর
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন