কবিতা ।। শরৎ এলে পরে ।। তপন মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 18, 2023

কবিতা ।। শরৎ এলে পরে ।। তপন মাইতি

শরৎ এলে পরে 

তপন মাইতি

 

গ্রাম শহুরে জনজীবন 
যখন ফিরে ঘরে 
অপরূপ সৌন্দর্যে উচমন 
শরৎ এলে পরে। 

বর্ষা গেলে মেঘটা কাটে 
মনটা কেমন করে 
পাহাড় থেকে স্নানের ঘাটে 
শরৎ এলে পরে। 

পুজোর গানে মুখর শরৎ 
জোড়া শালিক চরে 
আনুগত্যে রাজা ভরত 
শরৎ এলে পরে। 

সমোষ্ণ রূপ হীমেল হলে 
ভোরে শিশির ঝরে 
পদ্ম শালুক যেন বলে 
শরৎ এলে পরে। 

নীলাকাশে মুগ্ধ হয়ে 
শরৎ চন্দ্রের জ্বরে 
ঠাণ্ডা লাগা ধাতের ভয়ে 
শরৎ এলে পরে। 

কাশের গায়ে দক্ষিণ হাওয়া
আমলকী বন ডরে 
গলা মিলিয়ে গান গাওয়া 
শরৎ এলে পরে। 

ঝিঁঝি ডাকে সন্ধ্যা নড়ে 
নির্জন থাকার তরে 
পুজো সাজায় থরে থরে 
শরৎ এলে পরে। 

মনটা কি আর ওঠে দরে?
হৃদয় গেল ভরে 
ফুল দোকানি ফুটপাত ধরে 
শরৎ এলে পরে।

'ভূতের রাজা দিল বরে....'
'দেবদাস' হলে মরে 
কেউবা বলে হরে হরে 
শরৎ এলে পরে। 

================

তপন মাইতি
গ্রামঃ পশ্চিম দেবীপুর; পোঃ দেবীপুর; থানাঃ মৈপীঠ কোস্টাল; জেলাঃ দঃ২৪পরগণা; পিন-৭৪৩৩৮৩; পশ্চিমবঙ্গ। ভারতবর্ষ। 


No comments:

Post a Comment