কবিতা ।। তবু চায় ।। মনোরঞ্জন ঘোষাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 18, 2023

কবিতা ।। তবু চায় ।। মনোরঞ্জন ঘোষাল

 

তবু চায়

মনোরঞ্জন ঘোষাল


ফুলেরাও সঙ্গী চায়
মাততে চায় যৌবন উল্লাসে
নিজেরা সবাই পারে না তাই
ডাকে ভ্রমরকে নানা আহ্বানে
রঙ গন্ধ কিংবা অন্দরের মধু
তার জন‍্যই পসার সাজিয়ে বসে।
মধুকর সাড়াদেয় তার আহ্বানে
ফুল জড়িয়ে ধরে প্রেম নিবেদনের অছিলায়
আসলে সে চায় তার পরাগের মিলন
অন্তরের আবেগের নিরসন।
ভ্রমর তা বোঝে তাই
ছেড়ে যায় তাচ্ছিল‍্য ভরে
অন‍্য ফুলের তরে প্রেম নিবেদনে।
হায়! বোঝেনা সে প্রেম
অন‍্য কারোর জন‍্য তার জন‍্য নয়
তবু সাধ মেটানোর খেলায় খেলে যায়।
বুঝে যায় তার ওটাই জীবন
এর বেশি কিছু তার পাবার নয়।
ফুল ঝরে পড়ে
বেঁচে থাকে সে  নতুন ফুলের আশায়।
রোজ রোজ নতুন ফুলে সেজে ওঠে বন
থাকে তারা আশায় প্রতিক্ষায়
জানে সাধ পূরণ হবে 
হয়ত অন‍্যের দ্বারায়।

===============

মনোরঞ্জন ঘোষাল
আত্মারামপুর
পশ্চিম রামেশ্বরপুর
বজ বজ
দক্ষিণ চব্বিশ পরগণা
পিন 700140


No comments:

Post a Comment