ব্যস্ত জীবন
-------------------------
সেই দিনগুলির কথা তোর মনে আছে? যখন আমি ঠোঙা বানাতাম আর তোর বাবা অন্যের দোকানে মশলা মাপতো! কোন দিন সেকেন্ড হোসনি। বলতাম যতদূর ইচ্ছা পড়। আমি যেমন করে পারি তোর খরচ জোগাব। আমরা কি খেয়ে কি পরে কীভাবে দিন কাটিয়েছি তুই চাইলেও ভুলতে পারবিনা।এক দিকে তোর ইঞ্জিনিয়ারিং এর পড়া অন্য দিকে নিজেও টিউশানি পড়াচ্ছিস।
# মনে আছে যেদিন অফিস থেকে প্রথম মাইনে পেলি! বাড়ি ফিরে টাকাগুলো আমার হাতে দিতে দিতে..... আজ ও যেন কানে বাজে সেই আনন্দ ভরা কান্নার শব্দ ।
# যেদিন আমাদের বাড়ির প্রথম বিম গড়ল সেদিন তুই আমি আর তোর বাবা একসাথে বনেদে চাল পয়সা দিয়ে প্রণাম করেছিলাম।বাড়িটা সম্পূর্ণ হতে অনেকটা দিন সময় লেগেছিল ঠিকই কিন্তু তাকে দূর থেকে দেখলেই মনে হতো সে যেন এক রাজকন্যা, সেজেগুজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আমার আদরের ছেলেটার জন্য।
# মনে আছে বাবু তৃষা কে দেখে আসার পর আমি বলেছিলাম সবই ঠিক আছে কিন্ত উকিল মেয়ে... ।তোর মামা বললো একেবারে রাজ্যটক আমার ইঞ্জেনিয়ার ভাগ্নার উকিল বউ। তোর বাবা বললো দেখো না পাশের বাড়ির বিপুল দার দিদিমণি বৌমা। একা হাতে দশ দিক সামলায় যেন মা দুগ্গা। তুইও তো বলেছিলিস তুমিও না মা, শুধু নেগেটিভ চিন্তা।
# জানিনা বউমা আমাকে কি চোখে দেখে, কিন্তু বিশ্বাস কর বাবু আমি ওকে খুব ভালবাসি।বিয়ের পর তোরা একবছর ও এ বাড়িতে থাকলিনা। এমন একটা ফ্ল্যাটে ভাড়া থাকিস একটাই ঘর।গিয়ে যে একদিন থাকব তারও উপায় নেই।একা একা থাকতে থাকতে আমার যেন কেমন দম বন্ধ হয়ে আসে, মনে হয় এই বুঝি মরে যাব,আর ঠিক তখনই তোকে দেখার জন্য মনটা এত অস্থির হয় বুকে যন্ত্রণা শুরু হয়ে যায়। সব সময় ফোন ও করতে পারিনা ব্যস্ত থাকিস,বউমা ও ব্যস্ত মানুষ।
# তোর সাথে পড়ত সুজন ওই যে ও পাড়ায় বাড়ি ,কিছুই অঙ্ক পারত না তুই মাঝে মাঝে ওকে অঙ্ক বোঝাতিস ,কোনো রকমে উচ্চ মাধ্যমিক টা পাস করার পর পড়াশুনা ছেড়ে দিল। এ কাজ নয় ও কাজ করে করে শেষে একটা অটো কিনলো।এইতো সেদিন ওদের ছাদ ঢালাই হলো।ওর মা মাঝে মাঝে আসে এদিকে ,দেখা হলে কত গল্প করে সংসারের। বলে খুব ভালো আছে, স্বামী ,মেয়ে,ছেলে,বউমা,নাতনি সবাইকে নিয়ে সুখে আছে।তার মধ্যে একটু আধটু ঝগড়া অশান্তি হয় বটে তা সে সাময়িক।
# তুই আমার মাসে মাসে টাকা পাঠাস,মাঝে মধ্যে আসিস।এখন আমার থাকা,খাওয়া, পরার অভাব নেই ঠিক কথা, তবু মনে শান্তি নেই।বৌমা কে একটু বুঝিয়ে বল না,যদি এই বাড়ি থেকেই,ওকে কিচ্ছু করতে হবে না,আমিই সব করে দেব।
# ভাঙা ঘরের ছেঁড়া কাঁথায় শুয়ে যে স্বপ্ন গুলো দেখতাম তোকে ঘিরে , আজ মনে হচ্ছে সব স্বপ্ন পূরণ না হলেই ভালো।।
============================================
Tuli Mondal, c/o - Sumit Modak,p.o- Dighirpar Bazar, Falta ,south 24 pgs,743503.