Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতাঃ মানবেশ মিদ্দার



তুমি বর্ষা



খিলখিলিয়ে ঝিরঝিরিয়ে,
  হাওয়ায় হাওয়ায় সিরসিরিয়ে,
     দুলকি দুলে হেলদুলিয়ে,
         নামছে কারা ঝমঝমিয়ে?

টাপুর টুপুর জল ঝরিয়ে,
  ধানের খেতে ঢেউ উড়িয়ে,
     ভিজে বাতাস হনহনিয়ে,
         ছুটছে বুঝি পুবের বায়ে?

শিরিষ ফুলে রঙ লাগিয়ে,
   টগর, জুঁই-এ বাস মখিয়ে,
       আকাশ মাঝে সাঁঝ ঘনিয়ে,
            কে ঐ বেড়ায় মেঘের গাঁয়ে?

শুকনো গ্রামের রুক্ষ পথে,
   আসছে কে ঐ জলের রথে?
         ডমরু বাজে আলোর সাথে,
              গাছের শাখা নৃত্যে মাতে।

জলপরীরা আকাশ পথে,
   ছন্দ-মাতাল কাহার সাথে,
       মুক্ত-ধারা আচম্বিতে,
             ঝরায় কে গো হস্ত হতে।

হাসছে কারা আঁধার রাতে,
   আকাশ পথে মেঘের সাথে?
        কোন সে মনের উষ্কানিতে
              তুফান ওঠে নদীর স্রোতে?

কোন সে চোখের ভুল-ভুলানি?
   নাচে ময়ূর, ময়ূর-রাণী,
        আকাশ জোড়া মানিক খনি,
             কার ইশারায় ঝরছে চুনি।

পুবের হাওয়ায় করা ইশারায়
   রাঙা মেঘ ঐ ওড়না উড়ায়?
       কোন সে হাতের তুলির ছোঁয়ায়
             রামধনু ঐ নীল নীলিমায়?

পাগল হাওয়া কোন সে তানে,
  এলোমেলো ঝাউয়ের বনে?
       দাদুরী আজ মত্ত গানে,
           কে আজ মাতাল প্রাণে প্রাণে?

জলের সাথে আকাশ পথে,
  কে ঐ বলো গভীর রাতে,
        টিপটিপিয়ে আড়ি পাতে,
             ভাব জমাতে কবির সাথে?

তুমি বরোষা,
  আনো ভরোসা,
      মুছে দুরাশা,
          ঠেলে হতাশা।

তুমি শীতলা,
   চির চপলা,
      ধরা সুজলা,
          করো সুফলা।

ডাকে ঝর্ণা,
  মেঘ বর্ণা,
      চির যৌবনা,
           ঝরে পড়না।

বাদলের তান,
  মন আনচান,
       বায়ু শন শন,
            স্বপ্নের গান।

ওগো বৃষ্টি,
   দাও পুষ্টি,
       জীব গোষ্ঠী,
            নব সৃষ্টি।

ওগো বাদল,
   ওরে পাগলা,
        করো উতলা,
             বেলা অবেলা।

মাঠ থই থই
  নাচে জল ঐ
      বাদলের হাওয়া
          ঐ ছোটে ঐ।

ঐ চাতকেরা,
  জল যাচকেরা,
       হাসি খুশী ভরা।
           মুছে যায় খরা।

শোন ঐ শোন
   রিমঝিম গান,
      বন মাঝে শোন
          পাখি কলতান।

বর্ষার সাঁঝে,
   ছুটি আজ কাজে,
         মন ভিজে ভিজে,
              স্মৃতি ছবি সাজে।

বাদলের জলে,
   নদী কলকলে,
        অজানার কুলে,
             মন ভেসে চলে।

বৃষ্টির সুরে,
   মন ভবঘুরে,
       দূরে বহু দূরে
            এলোমেলো ওড়ে।
____________


মানবেশ মিদ্দার
গ্রাম - প্যামড়া,
পোষ্ট - জতরাম,
জেলা - পূর্ব বর্ধমান,
পিন - 713104


জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক