Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতাগুচ্ছঃ রঞ্জন ভট্টাচার্য

ডাকাডাকি 22



আর কত লাইন লিখতে পারলে তোমার সমগ্র লেখা শেষ হবে, সত্যিই জানি না । লাইনগুলো কেমন করে নতুন বধূর বেশে ভালোবেসে বাজারে নামাবো ।  তোমাকে যেমন ভাবে দেখেছি,সবাই তো তোমাকে তেমন করে দেখতে পারবে না । তোমাকে যেমন ভাবে ডেকেছি, জানি কেউই তোমাকে তেমন ভাবে ডাকবে না । মাঠের ওপর কড়া রোদ্দুর পড়েছে । এই অবাধ নগ্নতার মধ্যে সমগ্র ঘাসের মাঝখান দিয়ে যে অকারণ রাস্তা চলে গেছে! সেই রাস্তা দিয়ে তোমার উঠানে গিয়ে উঠেছি। ব্যকাট্যরা গাছের নিচে সামান্য ছায়ায় একটা বাঁশের মাচা তৈরি করা করা আছে । সেখানে জল আর তিনদিন আগের ঠাকুরকে দেওয়া পিপড়েতে খাওয়া বাতাসা রাখা আছে । আমি পরম আদরে আবেগ বিহ্বল হয়ে নমস্কার না করেও জল বাতাসার সাথে তোমার মিষ্টতা অনুভব করেছি।

আমার বন্ধুরা কি তোমাকে ভাগ করে নিতে চাইবে দুটো সুন্দর মলাট ছাড়া? 

                         --------------------

ডাকাডাকি 23


তোমার কল লিস্টে আমার নাম নেই । প্রবল ঝড় বাদলের রাতে ডাকোনি কখনো ওগো মধুরানী। বছরের প্রথম কালবৈশাখী এসেছে তখন ভোরের চেয়েও ভোর ।  সকালের প্রথম কবিতা আসে সাথে তুমিও এসেছো ঝুড়ি ব্যাগ হাতে । আলিপুর আবহাওয়া দফতর আগাম জানিয়ে রেখেছিল তোমার আগমন বার্তা । চারিদিক তছনছ করে, পেছনে রেখে এসেছো তোমার পুরুলিয়া স্টেশন রুক্ষ জঙ্গল খেতে না পাওয়া মানুষ মাওবাদীদের চলে যাওয়া প্রাণ সঙ্কটময় দেশ ভাষা ট্রিগার হ্যাপি প্রধান মন্ত্রী রাজনৈতিক পালাবদল কলেজ পালানো দিন মাসি শাশুড়ি গভীর রাতে গলায় দলা পাকানো যন্ত্রণা নির্বোধ মানুষ লিটিল ম্যাগাজিন মেলায় বই দেওয়া নেওয়া বিজ্ঞান মঞ্চের যুক্তি ঘরের কোনায় ঠাকুরের আসন মুসলিম বন্ধু লোকাল গুণ্ডা ঘরে বাড়তে থাকা মোহহীন কবি হেরে যাওয়া মানুষ বাজারে টিকে যাওয়া দক্ষ শ্রমিক নগ্ন আলো মেঘলা আকাশ পাহাড়ী  জলাশয় সাহস করে দেখে ফেলা চোখ পরচুলা মাষ্টার মশাই মহুয়া দূরপাল্লার বাস ছোটছোট রাজনৈতিক  দল আমার রুগ্ন বইয়ের ওপরে বন্ধুর হাতে আকা ছবি সুন্দর মুখের সেলফি নির্জন রাস্তা কুম্ভকর্ণের ঘুম মুদিখানা দোকান আর আমাদের সন্তান । 

চলো সবার জন্য খাবারের বন্দোবস্ত করি।

                      -------------------

ডাকাডাকি 24


অসময় কাটেনি এখানে । তবু তুমি এসে দেখো । দেখে যাও অগোছালো ভাঙাচোরা দিশাহীন আলোক প্রবাহ । দূর থেকে গাওয়া গান সাজানো বাসর । মুখে থাকে লুকোচুরি, আমাদের স্নান ঘরে আলাদা সাবান । ইঙ্গিতময় প্রতিটি রেখাই গান হয়ে যায় । এ ডাকার শেষ নেই যেনো, তবু রাতভর করে চলি ডাকাডাকি ব্যর্থ অনুবাদ । মূক ও বধির তুমি হেসে ওঠো কি ভীষণ ব্যথাতুর সুর । জুরে থাকি সারাদিনমান, কানাকানি হয়নিতো জেনে একা একা ভাঙা সুরে গেয়ে উঠি গান । তুমি এসো শেষ করে চলে যাও আমার এই অলীক যাপন । 

স্টেশনের বুকে লিখে রাখি ফেরার ঠিকানা ।

                    ------------------------




রঞ্জন ভট্টাচার্য 
13, দেশবন্ধুনগর 
ইষ্ট কাপ্তে পাড়া রোড 
পোস্ট - শ্যামনগর 
সূচক - 743127
উত্তর চব্বিশ পরগনা 



জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত