তারক চট্টোপাধ্যায়ের ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

তারক চট্টোপাধ্যায়ের ছড়া



স্কুলবাড়ি



আমাদের স্কুলবাড়িটি গ্রামটির একটি পাশে
সাজানো ফুলবাগানে মিষ্টি দুর্বাঘাসে, 
সাথে তার হলেই দেখা ভরে মন আল্‍হাদেতে 
দুজনে গল্প করি মেঝেতে আসন পেতে।

কখনো ভাবের খেলা কখনো দিই বা আড়ি 
প্রতিদিন দুপুর হলেই সাজে তার ভোজের বাড়ি,
সেখানে সময় কাটে খুশি আর মহোৎসবে
যেন ঠিক ফুলের বাহার ছোট এক মাটির টবে।

রবিবার মন ভারী তার একেলা কাটায় খালি 
তবে দুই সঙ্গী আছে চড়ুই ও কাঠবেড়ালি,
তাদেরই সঙ্গে কাটে দিনভর নৃত্যগানে 
ফুলেরা হাততালি দেয় দাঁড়িয়ে ফুলবাগানে।

আমাদের স্কুলের বাড়ি এভাবেই প্রতিজনে, 
করে নেয় স্বজন আপন দু 'হাতের আলিঙ্গনে। 

=========================
নাম - তারক চট্টোপাধ্যায় 
ঠিকানা - প্রান্তিকা , শুভঙ্কর সরনি , প্রতাপবাগান 
পোস্ট + জেলা -বাঁকুড়া
পিন -৭২২১০১