কবিতা: শুভঙ্কর চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

কবিতা: শুভঙ্কর চট্টোপাধ্যায়

 

আঙুল দেখি তোমার



বাইরে তখন গুলির শব্দ,
প্রবল আওয়াজ বোমার
বুথের ভেতর নির্দেশ আসে
আঙুল দেখি তোমার।

এই আছে এক মজার অস্ত্র,
অনেক কাজের কাজী,
সইসাবুদের ঝামেলা নেই
বুড়ো আঙুল হাজির।

ভোট আমাদের বিষম বালাই
হুড়মুড়িয়ে আসে,
তর্জনীতে লাগলে কালি
গণতন্ত্র হাসে।

আমরা দেখাই বুড়ো আঙুল
নিজেকে ভুল বোঝাই
আমার হাতেই বাছাইপর্ব
বিষয় এতই সোজা!

ক্রিকেট খেলাও আঙুলপ্রধান
সটান তুলে মেরেও
আম্পায়ারের তর্জনীতে
আউট হয়ে ফেরে।

দুই আঙুলে "ভি" দেখিয়ে
হাসে জয়ের হাসি
রাজনীতি বা খেলার মাঠে
বাহবাপ্রত্যাশী।

মাঝের আঙুল অসভ্যতার
অশ্লীল ইঙ্গিতে
ক্রিকেট খেলায় হয়েছে তার
জরিমানাও দিতে।

দশ আঙুলেই আঙটি পরে
জ্যোতিষে বিশ্বাসী
গ্রহের দশা ফেরার আশায়
আটের থেকে আশি।

=================