গার্গী ভট্টাচার্য্যের কবিতা' - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

গার্গী ভট্টাচার্য্যের কবিতা'

 

এক আততায়ী



দম্ভ তোমার খর্ব করবো,
আমি সেই মহাবীর!
দেখবো বাহুতে কত বল আছে
আধুনিক প্রগতির!
নিকোটিন বিষে, মদিরার গ্লাসে
পেতেছি আমার ফাঁদ,
নেশার ছোবলে নীল হলে পরে
কোরো নাকো প্রতিবাদ!
এছাড়াও পানে জর্দার সনে
আমি সদা করি বাস,
বিড়ি, সিগারেটে ধুম্রের বিষে
করছি জীবননাশ।
পশুরাজসম অতি সাবধানে
শিকারের দিকে ধাই,
চোখের পলকে মরণ আঘাতে
করি তাকে ধরাশায়ী।
টুঁটি টিপে ধরে জীবনীশক্তি
চুরমার করি তার,
মনের জোরও শেষ করে ফেলি,
আমি অতি দুর্বার।
অতি সাবধানী হলেও কখনো
মাঝে মাঝে হয় ভুল,
সচেতন হলে তখন সমূলে
হই আমি নির্মূল।
কিন্তু সেটাকে সাধারন ভেবে
দেয় যদি কেউ ছাড়,
তাহলে আমার আক্রোশ থেকে
নিস্তার নেই তার।
আমাকে ঠেকাবে!এমন মন্ত্র 
এই ধরাধামে কই?
ঊর্ণনাভর মতোই তো তাই
জাল পেতে আমি রই।
পথ ভুল করে শিকার যখন
জালে এসে ধরা পড়ে,
শেষ করি তার জীবনী শক্তি
আষ্টেপৃষ্ঠে ধরে।
ভালোই থেকেছি,থাকবোও ভালো
শিকার পড়বে যত,
আধুনিক এই মানব প্রজাতি
মাথা করে নেবে নত।
চিন্তাটা শুধু একগুঁয়ে জেদী
বিজ্ঞানটাকে নিয়ে,
যতই হারুক চেষ্টা চালায়
সর্বশক্তি দিয়ে।
যদি কোনোদিন পেয়ে যায় হাতে
আমার মৃত্যুবাণ!
পালাব কী করে ওর হাত থেকে?
বাঁচাবো কী করে প্রাণ?
আমি সেই ব্যাধি,আরোগ্যহীন,
অ্যানসার নেই যার,
তবে কি সেদিন পরাজিত হবে
দুর্জয় "ক্যান্সার"??
===================


গার্গী ভট্টাচার্য্য
সুকান্ত নগর,মিলন পল্লী
সোনারপুর
দঃ ২৪ পরগনা
কোলকাতা-৭০০১৫০