তাপসী লাহার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

তাপসী লাহার কবিতা

গিরিশ কারনাড

(সদ্যপ্রয়াত গিরিশ কারনাডের স্মরণে)



যেসব  উন্মার্গ স্রোতের সংস্পর্শে আলোরা
সুরভিত ঝরণার ঢেউ শুধু,
বয়ে যায়  বিমুগ্ধতা। 
অনন্তের পারাবারে,
বেজে ওঠে সাইরেন অতর্কিতে
চলে যেতে  হয়,
মৃত্যুর বুনো ফুল ও দুকলি ভেজে নেয়
নিভৃতে, 
ভালোলাগার প্রতিপদে চাঁদের 
ধৈর্যকামী  প্রশান্তি লেগে থাকা প্রশস্ত   সেসব দৃঢ় ললাট, 
তীক্ষন  দ্রষ্টারা কালের অনিবার্যতাকে ছুঁয়ে নেন  পরিণমন ভাবুক প্রস্তাবে সাড়া দিয়ে জলাভ শিশিরে   স্নিগ্ধ চারা গড়ে দেয় মৃত্যুর প্রতিদ্বন্দ্বীদের।
 কোন এক তুঘলকের ছায়া পড়ে ভেসে ওঠে আদিস্রোতের  স্বতঃপ্রবাহ,
 গভীর খাত থেকে বিস্ফারিত সেসব ছবিদের ক্রমাগত ঝলক থেকে বেরিয়ে আসে
কুবলাই খাঁ  !
তরোয়াল আর তীক্ষ্ণ  উদ্দেশ্যর সেই
রীতিসিদ্ধ  সুপ্রস্তাবে
ধানশিপটে বুনে যায় চিরস্থায়ী  সেই  বিলাসদূর্গের   অবিকল জলনীলিমা।