কবিতা: অরবিন্দ পুরকাইত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

কবিতা: অরবিন্দ পুরকাইত


প্রয়াত বিজ্ঞানীর প্রতি



আমাদের তো একটা ধর্ম আছে না!

বড় বেশি বেশি বিজ্ঞানী হয়ে গেছিলে, বাবু,
এত বড় যে তোমাকে এড়াবার উপায় রাখনি।
কিন্তু ঈশ্বরবিজ্ঞানে আমরা কতটা এলেম রাখি
তার খবর তো আর রাখলে না!

তবে জেনে রাখো, তোমার প্রতিও দরদ আছে তাঁর-
তিনি যে পরম করুণাময়!
তিনি না চাইলে কি এত বড়টি হতে পারতে!
তাঁর জন‍্যে দুটো কথা কি তবে লিখে যেতে হয় না!

তার জন‍্যে অবশ‍্য তোমাকে বঞ্চিত করব না আমরা
সারা জীবন এত কথা বলেছ লিখেছ
অনুকূল বাক‍্য বা শব্দ সে আমরা ঠিক খুঁজে নিতে পারব-
ও নিয়ে ভেবো না, যোগ‍্য লোকের অভাব নেই আমাদের।

তোমার আত্মার শান্তি কামনা করি।
           
                       * * *


- অরবিন্দ পুরকাইত

গোকর্ণী, মগরাহাট, দঃ ২৪ পরগনা