কবিতাঃ আশিস চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

কবিতাঃ আশিস চৌধুরী



কবির অঙ্গীকার



এ জীবন এক ফুটো কলসি
কিছুতেই পূর্ণ হওয়ার নয়
শুধু কথার কলসি উপচে পড়ে
সম্পর্কের ভেতরেও হাজার সেলাই
শুধু মধুর স্মৃতি নিয়ে বেঁচে থাকা

সমস্ত শিশুদের অন্তরে ঈশ্বরের অধিষ্ঠান
কথাটি শিশুদের গালেই থাপ্পড় মারছে
তাই শিশুরা অভুক্ত থাকে এ পোড়া দেশে
ঈশ্বরও কি অভুক্ত থাকে?না তার ক্ষিদে নেই?

মঙ্গলময় কথাটিতেও সংশয় আছে
কার মঙ্গল, কিসের মঙ্গল?
এপ্রশ্ন করতেই তুমি পালাবার পথ খোঁজ
হাওয়ার সাথে যুদ্ধ করে লাভ নেই
বরং কবির সেই অঙ্গীকার রক্ষা আশু জরুরি।

-------------------------------------------------------------
BURNPUR,WEST BARDHAMAN