দুটিকবিতাঃ আবির্ভাব ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

দুটিকবিতাঃ আবির্ভাব ভট্টাচার্য



দেবী



কঙ্কালগাছ দাঁড়িয়ে রয়েছ তুমি
তোমার সেলাই খুলে যাওয়া জঠর,
তার ভিতর দিয়ে দেখা যায় -
ব্রম্ভান্ড!
দেশ-কালহীনা দাঁড়িয়ে রয়েছ তুমি
তোমার স্নেহশিকড়ের মুলটুকু ছুঁতে
চন্দ্রালোকে ঘর ছেড়ে এসেছিল -
তথাগত।


বিষাদমন


এক একটা রাতে বিষাদের কাছে মন -
চৌকাঠে পা, এক পা বাইরে রেখে,
ফজর নামাজে মন পেতে দিয়ে এসে
চাঁদ খুঁজে মরে কাজুবাদামের গাছে।
কোনো বিকেলের আনমনা রোদ আলো
মাথার পাশে, বালিশের পাশে বসে,
কপালে জমা স্মৃতির ধুলোর পরত
আলতো আঙুলে তুলে নেয় তার হাতে।
এক দু'মুঠো বিষাদগন্ধ রেখে -
একদিন আর কুলায় ফেরে না পাখি।
নিজেকে নিজেই বে-ঘর করল যে,
অবসরে তাকে তথাগত বলে ডাকি।
দরবারী রাগে আগুন জ্বলেছে রাতে
হু-হু পুড়ে গেছে কালবৈশাখী বন,
বিষাদের তারে মীড় দিয়ে যায় কে -
শেষ সকালে কে গেয়ে যায় ইমন?
বিষাদে বিষাদে বহুদূর এসে বুঝি,
চিঠিরা মিথ্যে প্রতিশ্রুতির পাতা।
রবিবার মানে অতীতেরা অতিথি,
জানলা জানলা বিষাদ পর্দা ঢাকা।

-------------------------------------------------

Name: ABIRBHAB BHATTACHARJEE
Address: 20a/1, Bonmosjid Para
Kalna Gate
Burdwan
713101

Email: bhab.abir@gmail.com