কবিতাঃ রীতা রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

কবিতাঃ রীতা রায়



তিড়িং তিড়িং

           

গ্রীষ্মের দাবদাহে পাখিরা ভুলে গেছে গাইতে  গান  আর তিড়িং  নাচ,
রুক্ষ-শুষ্ক মুখে শিষ্টাচার  ভুলে হয়েছে সব আজ ধরিঙবাজ..
এগলি ওগলি  ঘুরে রোদমাখা  দুপুরে  খাবার  খুঁজে খুঁজে হাঁপিয়ে মরে,
খানাপিনা বলিহারি, সুযোগে  করে চুরি কাড়াকাড়িতে পড়ে কে কার ঘাড়ে?
গৃহস্থের ঘরে ঢুকে, গুটি  গুটি পা টিপে 
জলের বালতিতে ভেজালে  ঠোঁট ...
ছুটে এসে দেবে গালি, হাতে নিয়ে বাটালি, অমনি  নোংরা  ফেলে  দেদার ছোট!
একতলা দুইতলা  ফাঁকা  খোলা জানালা, ঘরেতে  পাখা  মেলে  কখনো ওড়ে..
চিৎকার  চ্যাঁচামেচি অযথা  খোঁচাখুঁচি, পালক ছিঁড়ে ছিঁড়ে নোংরা করে |
মেঘ ডাকে গুরগুর প্রাণেতে  জাগে সুর   পশলা  বৃষ্টিতে  পালক ভিজে..
তিড়িং তিড়িং তিং.. চিড়িক চিক  চিক, আসর  জমায়েতে  বাজছে  ডিজে  |

(মন্দাক্রান্তা  ছন্দ )

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                               রীতা রায়
                     মহেশমাটি রোড, মালদা