দুটি কবিতাঃ সবর্না চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

দুটি কবিতাঃ সবর্না চট্টোপাধ্যায়



১.

অস্টিওপোরোসিস



ক্ষয়ে গেছে হাড়।
হাঁটু থেকে সরেছে ফিমার
আমি আরও হেঁটে গেছি
দীর্ঘ পঁচিশ বছর।

এত একা। এত মুখোশের ভিড়।
শব্দেরা গ্রীষ্ম তাপের কোপে
কেঁদেছে অন্তহীন।
সে পথে দেখা মেলেনি আর
তোমার চোখের মতো, নিষ্পাপ এক ভোর!

হেঁটছে কত পথ।
নগ্ন দাঁড়িয়ে এক মা। এঁকে চলেছে শিল্পী হাওয়া শরীরের দুঃখ তার...
ওগো, ছিন্ন পলাশ
কালো হয়ে আসা বৃন্তেরা...
বদলেছে চেনা সম্প্রদায়!
জানোইতো, চলতে গেলে পথে কত কী হয়!



২.

নাকি অভিশাপ কোনও?



শব্দের সংলাপ শেষ হল। নিথর ঠোঁট দুটো
জমতে জমতে…বরফের পূর্ণতায়
এ যেন অবিকল চাঁদের শরীর!

ঝরা পাতা ঘিরে আছে, একা কাঠের বেঞ্চ
দুটো ছেঁড়া চটি...হারিয়েছে এক পাটি কোথাও
কি নিটোল পায়ের ছাপ…
নাকি অভিশাপ কোনও…এভাবে ছেড়ে থাকার?

=====================



Sabarna Chatterjee
Mukherjee Apartment-I
Shalbagan
P.O-Noapara
P.S.-Barasat
Kol-700125