মোনালিসা পাহাড়ীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

মোনালিসা পাহাড়ীর কবিতা

বাড়িটা



বিষন্ন সন্ধ্যা গুলো ক্ষয়ে যাওয়া বাড়িটার উঠোনে মাথা খুঁড়ে মরে....
দু'চারটে পাখির ডানা ঝাপটানোর শব্দে
কেঁপে উঠে সাধের বাড়িটা।
তুলসী তলায় পোকা মাকড়ের খোস গল্প
সাধের রান্নাঘরে আরশোলা ব্যাঙের আঁতুড়ঘর....

সন্ধ্যা গুলো জানে বাড়িটার অতীত
একান্নবর্তী একাত্মতার পরিতৃপ্তি
ভালোবাসার বিনি সুতি মেলায় গেঁথে রাখা একগোছা প্রাণ
একটা মহীরুহ....অথবা পুরোটা আকাশ।

শেকড়টা শুকিয়ে গেলো
অমনি অবলম্বন হারিয়ে টুকরো টুকরো সব সম্পর্ক
যে যার মতো করে খুঁজে নিল আকাশ।

সন্ধেগুলো বাড়ির চৌকাঠে হুমড়ি খেয়ে পড়ে,
দীর্ঘনিশ্বাস ছেড়ে ফিরে যায় বালুকাবেলায় ঢেউয়ের মতো।

=========================================


মোনালিসা পাহাড়ী
মনোহরপুর, গড় মনোহরপুর
দাঁতন, পশ্চিম মেদনীপুর, 721451