কবিতাঃ উত্থানপদ বিজলী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

কবিতাঃ উত্থানপদ বিজলী














বার্তাবহ

-----------------------


আষাঢ়স্য প্রথম দিবসে
কবি কালিদাস, মেঘকে দিয়ে 
খবর পাঠিয়েছিলে যক্ষের প্রেমিকাকে.....

আজ আমার  চারপাশে ঘোরাফেরা করে
বার্তাবহ বাতাস
তাকে আমি এখন পাঠিয়ে দিচ্ছি
প্রেমিকাকে কানে কানে কিছু কথা বলতে।

কী বলবে সে ?
সেটাই তো লাখ কথার এক কথা !
বিশ্বাস নিয়ে 
কতক্ষণের প্রেমিকা ছিল সে,,,,,,,
কেন না আকাশের বুকে ক্ষণে ক্ষণে 
মেঘের খেলা বদলে যাচ্ছে ।
---------------------------------------

উত্থানপদ বিজলী
নারিকেলডাঙ্গা,পোঃ-মধ্যশিবপুর
দক্ষিণ 24 পরগনা,পিন-743372
ফোন-9733941690



Sent from my Samsung Galaxy smartphone.