কবিতা ।। সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

কবিতা ।। সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়





জিয়ল মাছ


একটু আগেও লাফাচ্ছিল, এখন ঘাপটি মেরে আছে। মাছ থেকে জল সরে যাচ্ছে। অথবা জল থেকে মাছ। একটা কিছু ঘটছে।
তুমি তো জ্যান্ত দেখেই বাজার থেকে এনেছিলে
তবে কি মারা গেল!
সমস্ত চোখ দূরবীন! একটা লাফের অপেক্ষা,
নচেত মান যে যায়! রেটিনাগুলি থেকে প্যারা
ট্রুপারের মতো লাফিয়ে নামছে-কৌতূহল।
মরা মাছের গতিহীন জ্বালায় জ্বলছে সংসার,
এই বুঝি লাফ দেয় !
কোথায় কি! নট নরংচরং! ভয়ানক অবস্থা!

একটু আগেও লাফাচ্ছিল।
পাশের বাড়ির মারকুটে হুলো সিন্ডিকেট মিটিং
সেরে এ বাড়ি আসতেই ভয়ে লাফিয়ে উঠল মাছ।
তুমি বললে-জিয়ল মাছ যে! শ্বাস বন্ধ করে বেঁচে
থাকতে পারে। আমিও তাই জানতাম।
মরা না ঘাপটি এটা কেবল হুলোটাই জানে
এখন তো জিয়ল মাছই মনে হচ্ছে,
মাছ থেকে জল সরে যাচ্ছে, না জল থেকে মাছ,
চাপা উত্তেজনা। একটা কিছু ঘটছে।।

                           *********
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। ৭পি/১, রাম রোড, সরসুনা, কলকাতা -৭০০০৬১। ফোনে- ৯৪৩২২২২৪৬৩।