ছড়া ।। তরুনার্ক লাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

ছড়া ।। তরুনার্ক লাহা



          ভূত দিবস
       --------------------


ব্রহ্মদত্যি ভরাট গলায় বলল ওরে
ভূত সমাজে আমি হলাম দি বস
পার্লামেন্টে করতে হবে এবার দাবি
আমরাও চাই নতুন করে ভূত দিবস।
নারী পুরুষ বুড়োবুড়ি সবার জন্য
ক্যালেন্ডারে নির্ধারিত দিনক্ষণ
আমরা জানি মানুষ গুলো হিংসুটে সব
ওরা  ভাবে আমাদেরও নেই মন।
মামদো,জামদো,শাকচুন্নি আর সব ভূত
আজকে রাতে মিছিল হবে রাস্তায়
করব আদায় আমরা সবাই দাবী সকল
সব ভূতেরা আমায় মানে বস তাই।
দেশের প্রতি কোণায় যতো ভূত কিম্ভুত
করবে আদায় নিজেদেরই সম্মান
ক্যালেন্ডারে ভূতের দিবস থাকতে হবেই
নয়তো বিপদ,করছি তোদের সাবধান।
                
                  ***




তরুনার্ক লাহা
বেলিয়াতোড় বাঁকুড়া ।