Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা গুচ্ছঃ বনশ্রী রায় দাস

            মা


উড়ো মেঘের জল সরিয়ে রোদ্দুরের ওম 
শ্বেত শামুকের বুকে, ভিজে যাওয়া 
পানপাতা উঁকি দিচ্ছে বরোজের ফাঁকে ,
হালকা রোদে পালক শুকিয়ে নিচ্ছে ছাতারে
সোঁদা মাটির রাস্তা ধরে বালা ডাঙার
পুকুর ঘাটের দিকে বাঁশি ঠাকুরমা ।
#
ওদিকে কলসি ডোবানোর গুব-গুব আওয়াজ 
বিষণ্ণ যুবতী ছায়া পড়েছে জলের মেঘে
জল তরঙ্গে কাঁপে নাকছাবি ।
আকাশ পথে চলেছেন আমার মা
ক্লান্তিহীন সেই  চলার ছন্দ ,খাঁ খাঁ করছে 
তাঁর রেখে যাওয়া স্বরলিপির খাতা।

       -----0----

    অথৈ


সূর্যাস্ত রেখা বরাবর রং মাখছে চতুর্বেদীয় ধ্যান 
মাঝি ঘরমুখো,ছাতিম মেখে বাতাসের  ঢেউ ।
#
সারাদিনের ক্ষয় ধুয়ে দিতে পাখিরা 
খুঁজে নেয় আপন রমণ-ভাষা।
#
আমি শুধু জেগে থাকি মরা নদীর অরণ্যে 
বেহাগের বিষাদ ছুঁয়ে পতঙ্গের ওড়াউড়ি ।
#
হাপিত্যেশ নৌকা পানাফুল ভিজে যায় বিলকুল 
হিসেব বুঝে নিতে নোঙর তুলে দিল বন্দর ।

         ---------0------

   

        জনক দুহিতা 



সারি সারি চিতা শবের  ও সমাবেশ 
কার সঙ্গে খেলবে শ্রী সংসার অনন্ত ,
তেরো নদী যদি অভিবাসী হয়
কোন আঁচলে শীতল করবে দাহ ?
#
কথা মুছে যায় জলে আঁকা নক্সার মতো
যুগে যুগে কাহিনি সত্যি হয় 
মাটির সীতা ভেদ করে উঠে আসে 
হাজার হাজার জনক দুহিতা 
তারা অ-যোনি সম্ভবা নাকি প্রেতষোনি?
#
আদিমতার উল্লাস বাসা বাঁধে পাঁজরে 
কেঁপে কেঁপে ওঠে অন্তরাত্মা ।

        -----0------

   

       হিসেব 


  
ঘুমহীন বিছানায় শুনেছি জলোচ্ছ্বাসের গান 
ব্যর্থ সুখ বেঁধেছি ব্যালকনির ক্যাকটাসে,
গোপন কান্না মুছে নরম দূর্বায় রেখেছি
প্রিয় বর্ণমালা ছন্দময় কিছু শব্দ মায়াবী টান ।

         -----0-----





    বনশ্রী রায় দাস
শান্তিপুর দক্ষিণ পাড়া মেচেদা পূর্ব মেদিনীপুর







জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত