Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতাঃ মানবেশ মিদ্দার



তুমি বর্ষা



খিলখিলিয়ে ঝিরঝিরিয়ে,
  হাওয়ায় হাওয়ায় সিরসিরিয়ে,
     দুলকি দুলে হেলদুলিয়ে,
         নামছে কারা ঝমঝমিয়ে?

টাপুর টুপুর জল ঝরিয়ে,
  ধানের খেতে ঢেউ উড়িয়ে,
     ভিজে বাতাস হনহনিয়ে,
         ছুটছে বুঝি পুবের বায়ে?

শিরিষ ফুলে রঙ লাগিয়ে,
   টগর, জুঁই-এ বাস মখিয়ে,
       আকাশ মাঝে সাঁঝ ঘনিয়ে,
            কে ঐ বেড়ায় মেঘের গাঁয়ে?

শুকনো গ্রামের রুক্ষ পথে,
   আসছে কে ঐ জলের রথে?
         ডমরু বাজে আলোর সাথে,
              গাছের শাখা নৃত্যে মাতে।

জলপরীরা আকাশ পথে,
   ছন্দ-মাতাল কাহার সাথে,
       মুক্ত-ধারা আচম্বিতে,
             ঝরায় কে গো হস্ত হতে।

হাসছে কারা আঁধার রাতে,
   আকাশ পথে মেঘের সাথে?
        কোন সে মনের উষ্কানিতে
              তুফান ওঠে নদীর স্রোতে?

কোন সে চোখের ভুল-ভুলানি?
   নাচে ময়ূর, ময়ূর-রাণী,
        আকাশ জোড়া মানিক খনি,
             কার ইশারায় ঝরছে চুনি।

পুবের হাওয়ায় করা ইশারায়
   রাঙা মেঘ ঐ ওড়না উড়ায়?
       কোন সে হাতের তুলির ছোঁয়ায়
             রামধনু ঐ নীল নীলিমায়?

পাগল হাওয়া কোন সে তানে,
  এলোমেলো ঝাউয়ের বনে?
       দাদুরী আজ মত্ত গানে,
           কে আজ মাতাল প্রাণে প্রাণে?

জলের সাথে আকাশ পথে,
  কে ঐ বলো গভীর রাতে,
        টিপটিপিয়ে আড়ি পাতে,
             ভাব জমাতে কবির সাথে?

তুমি বরোষা,
  আনো ভরোসা,
      মুছে দুরাশা,
          ঠেলে হতাশা।

তুমি শীতলা,
   চির চপলা,
      ধরা সুজলা,
          করো সুফলা।

ডাকে ঝর্ণা,
  মেঘ বর্ণা,
      চির যৌবনা,
           ঝরে পড়না।

বাদলের তান,
  মন আনচান,
       বায়ু শন শন,
            স্বপ্নের গান।

ওগো বৃষ্টি,
   দাও পুষ্টি,
       জীব গোষ্ঠী,
            নব সৃষ্টি।

ওগো বাদল,
   ওরে পাগলা,
        করো উতলা,
             বেলা অবেলা।

মাঠ থই থই
  নাচে জল ঐ
      বাদলের হাওয়া
          ঐ ছোটে ঐ।

ঐ চাতকেরা,
  জল যাচকেরা,
       হাসি খুশী ভরা।
           মুছে যায় খরা।

শোন ঐ শোন
   রিমঝিম গান,
      বন মাঝে শোন
          পাখি কলতান।

বর্ষার সাঁঝে,
   ছুটি আজ কাজে,
         মন ভিজে ভিজে,
              স্মৃতি ছবি সাজে।

বাদলের জলে,
   নদী কলকলে,
        অজানার কুলে,
             মন ভেসে চলে।

বৃষ্টির সুরে,
   মন ভবঘুরে,
       দূরে বহু দূরে
            এলোমেলো ওড়ে।
____________


মানবেশ মিদ্দার
গ্রাম - প্যামড়া,
পোষ্ট - জতরাম,
জেলা - পূর্ব বর্ধমান,
পিন - 713104


সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল