ছড়াঃ শক্তিপদ পণ্ডিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

ছড়াঃ শক্তিপদ পণ্ডিত



ভাইবোন

  শক্তিপদ পণ্ডিত

দুটি ভাইবোন যখন তখন
করে শুধু খুনসুটি
মাকে করে কেবল নাস্তানাবুদ
ইস্কুল থাকলে ছুটি

হাসি মজায় ভরিয়ে তোলে
করে ফেলে বাড়াবাড়ি
মন্দ ফেলে ভালোকে নিয়ে
করে শুধু কাড়াকাড়ি

একসাথে খেলা একসাথে খাওয়া
একসাথে দেয ঘুম
দুপাশে জড়িয়ে মায়ের দু-গালে
দুজনেই দেয় চুম

বাবা মায়ের বড় আদরের
মায়া মমতা ভালবাসায়
আনন্দাশ্রু ভরে দেয় চোখ
প্রকাশ পায়না ভাষায়
_______
                         
                                 
শক্তিপদ পণ্ডিত                                                  
৭৬/১এ/ব্রাহ্ম সমাজ রোডবেহালা,               
কলকাতা - ৭০০ ০৩৪