কবিতাগুচ্ছঃ দেবব্রত দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

কবিতাগুচ্ছঃ দেবব্রত দাস


।।অস্তিত্বহীন।।



যা কিছু আকাশ ভরা পাত্র,
তুমি পান করেছ নতুন দিনের মতো।
ইতিহাস থেকে বেরিয়ে আশা সুর
ত্রুমশ্য মুহ্যমান।
শেয়ালের ডাক শোন মানুষের গুহাপ্রাচীরে।
হাওয়া ঘনত্ব, বালির ওপারে নদী,আর জোনাকির গান এভাবেই  প্রতিদিন বলে যায়, এই ঘাসের চাদরে বসো,একটু স্থির হও,
আশা,ভরসা,কামনা,যাতনা,শ্লাঘা, ক্রোধ ভাসিয়ে দেও মহাশূন্যে, 
শুন্য হয়ে বাঁচো,অস্তিত্বহীন হয়ে বাঁচো!




।।তবে কোনো প্রশ্ন করো না।।


তবে কোনো প্রশ্ন করো না, 
বুঝে নিও ঠোঁটের ভাঁজ।
সবসময়তো প্রেম আসে না, 
মাঝেমাঝে আসে কালো মেঘ,
ঠিক যেভাবে মহাকাশের তলানিতে পড়ে থাকে রাস্তারা, 
জানালার বাহিরে জোনাকিরা কাঁপতে থাকে, 
সময়ের চাদর কত ফুট চওড়া? 
কেউ মনে রাখে না।  বুঝে নিও,
শাড়িতে কিভাবে জড়ায় প্রথম আলো,
গামছার জল গিলে নেয় মরুভূমি, 
লাজুক প্রেমিকের শরীর রসায়নের ল্যাব, 
বাতাসের নৌকা নেমে আসে সমুদ্র চিড়ে,
পারলে আয়নার জলে ধুয়ে ফেলো সুষুম্না, 
তবে কোনো প্রশ্ন করো না।




।।ঝড়।।


ঝড় এখনো আসেনি,তবে হাওয়া থমকে আছে,
এইসবে লোডশেডিং হল,
নেমে এলো ছায়াদের অভিসন্ধি,
ঝড় এখনো আসেনি, 
এখনও বৃষ্টির পায়ে ঘুঙুরের শব্দ, 
এখনও মশাল-আলো কিছুটা রয়েছে বাকি,
এখনও ঘুম থেকে ওঠেনি প্রেমিকার চোখের জল, 
ঝড় এখনো আসেনি,তবু বুকের ভেতর খালি ঝড়েরই পূর্বাভাস!
==================================

দেবব্রত দাস
৫ নং ইছলাবাদ
পোস্ট-শ্রীপল্লী, পিন -৭১৩১০৩
জেলা- বর্ধমান।