দহন
হরমোন শিখায় দগ্ধ হতে হয়প্রতিনিয়ত।তার চিতা ভষ্মে জল ঢালিকলসী কলসী।তবুও শান্তি কোথায় অস্থিতে !বয়সের জলবায়ুতে প্রবল খরা।ফুটি ফাটা চামড়ার ফাঁক দিয়েবেরোয় ভাত মাখা লবন।পোশাকে রন্ধ্রে তৈরী হয় শৈলশিরা।তার দুপাশে দুটি স্রোত,উষ্ণ-অস্থির ও শান্ত-শীতল।একদিন শিখা থাকবেনা,স্রোতও থাকবেনা।অবশিষ্ট রয়ে যাবে কার্বন স্তর।------------------
Monday, June 17, 2019
সাগ্নিক এর কবিতা
Tags
# ১৬শ সংখ্যাঃ আষাঢ় ১৪২৬ জুন ২০১৯

প্রসঙ্গ : নবপ্রভাত পরিবার
১৬শ সংখ্যাঃ আষাঢ় ১৪২৬ জুন ২০১৯
'নবপ্রভাত সাহিত্য পরিবার'
* 'নবপ্রভাত' মাসিক ব্লগ-ম্যাগাজিন সাহিত্যের সমস্ত শাখার লেখাই প্রকাশ করে। গোষ্ঠীর ছুঁৎমার্গ নেই।
* মুদ্রিত নবপ্রভাত বছরে ১/২ বার প্রকাশিত হয়।
* নবপ্রভাত প্রকাশনী সুনামের সঙ্গে তার পথ চলা জারি রেখেছে।
* সাধারণ সম্পাদকঃ নিরাশাহরণ নস্কর। প্রয়োজনে যোগাযোগঃ ৯৪৩৩৩৯৩৫৫৬।
* আমাদের পরিবারের অন্য দুটি মাসিক ব্লগজিন— ১) কথাকাহিনি (সমস্ত রকম গদ্য প্রকাশিত হয়। সম্পাদকঃ শ্রী বিশ্বনাথ প্রামাণিক) এবং ২) কিশলয় (শিশুকিশোর উপযোগী আঁকা-লেখা প্রকাশিত হয়। যুগ্ম সম্পাদকঃ শ্রী প্রিয়ব্রত দত্ত ও শ্রী কার্তিক চন্দ্র পাল)। * সম্পাদকমণ্ডলীর অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য—শ্রী লক্ষ্মণ চন্দ্র নস্কর, জগবন্ধু হালদার, অরবিন্দ পুরকাইত, চন্দন মিত্র, পরিতোষ মণ্ডল প্রমুখ।