কবিতাঃসফিকুজ্জামান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

কবিতাঃসফিকুজ্জামান



তিরিশে শ্রাবণ



তুমি চলে যাবে কাল,প্রিয় তিরিশে শ্রাবণ! 
কোথায় হারাবে তুমি? নীলের ভিতর ডানা মেলে? 
হৃদয় শিকল ছিঁড়ে যায় চলে প্রিয় মুখ, 
পাহাড়-প্রাচীর বাধা মানল না কেউ! 

পতনের ছবি ভাসে, চোখে জমে বিন্দু বিন্দু মেঘ,
অশ্রুরঙে এঁকে যাব অস্তরাগে   বিহগের সুর। 
শ্রাবণের মেঘ ভাসে ঝিলের উপর ডানামেলে ;
কিছু ছবি রয়ে যাবে জীবনের ছ্যেঁড়া ক্যানভাসে।

তুমি চলে যাবে সেই পথে, যে পথে ফিরে না আর কেউ? 
পদচিহ্ন মুছে যায় অন্ধকার কালের ভিতর, 
সাদা পাতা পড়ে থাকে পৃথিবীর ঘরে ;
সভ্যতার টাইটানিক ডুবে যাবে কোন ঠিকানায়!

তার চেয়ে ফিরে এসো নিয়ে যাও পরিযায়ী ডানা
নদী হয়ে ফিরে এসো ডেকে নিও বুকের উপর ;
রাতের শিশির হয়ে অনিবার ফিরে এসো তুমি, 
মুখ ঢেকে রব আমি পৃথিবীর কচি পাতা ঘাসে। 
.........................................................

সফিকুজ্জামান
কুলবেড়িয়া
রেজিনগর
মুর্শিদাবাদ