অরিন্দম দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

অরিন্দম দাসের কবিতা



২২ গজে বিশ্বযুদ্ধ


--------------------------------------------

'বাইশ গজের যুদ্ধ'
জান না এর মানে?
মাঠে ক্রিকেট খেলা,
বিশ্বে সকলে জানে।

বছর চারেক অন্তর
হয় ক্রিকেট বিশ্বযুদ্ধ।
বিশ্ববাসী খুব খুশি,
সকলে হয়েছে মুগ্ধ।

বিশ্বকাপ ২০১৯ এ
খেলবে দেশ 'দশ'।
সর্বশেষে জিতবে যে,
হবে সে বিশ্বসেরা বস!

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে
আয়োজক দেশ 'ইংল্যান্ড'।
একটি দল পাবে বিশ্বকাপ,
বাকিদের তো বাজবে ব্যাণ্ড!

৩০শে মে হতে খেলা শুরু
১৪ জুলাই তে হবে শেষ।
মাস দেড়েক ধরে থাকবে
ক্রিকেট বিশ্বকাপের রেশ।

এশিয়ার পাঁচটি দেশ -
ভারত, আফগানিস্তান,
শ্রীলঙ্কা, বাংলাদেশ
আর সাথে পাকিস্তান।

আরও পাঁচ বিদেশী দল -
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড,
ওয়েষ্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া
আর সঙ্গে নিউজিল্যান্ড।

মোট দশটি দেশের মধ্যে
চলবে ক্রিকেটের লড়াই,
খেলায় কারা জিতবে ম্যাচ?
আর করবে নিজেদের বড়াই!

নিজের দেশকে জয়ী করা
সব অধিনায়কের দায়িত্ব,
খেলোয়াড়রা খেলবে সবে
দেখাতে নিজেদের পটুত্ব।

গ্যালারি, টিভি, নেটওয়ার্কে
বিশ্বজুড়ে ক্রিকেট উন্মাদনা,
বিশ্বকাপ জয়ী হোক ভারত,
হৃদয় থেকে করছি কামনা।।

_____________________________


Arindam Das
c/o Lab Kr Das
39A, Dum Dum Road,
PO - Motijheel
PS - Dum Dum
Kolkata - 700074