কবিতাঃ সুমন কুণ্ডু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

কবিতাঃ সুমন কুণ্ডু



   'প্রাক-আষাঢ়ের কবিতা' 


               ১।

কী হবে অনুমানের কথায় ?
আমি তো সেই দক্ষিণমুখী
 কিছু এগোই, পিছোই
  জন্মান্তরের ঘুম আচ্ছন্ন রেখেছে

ছাতা খুলি না কারণ
 যে রোদ ঢাকে
  বৃষ্টিও তো ঢেকে রাখে

আষাঢ় ভালো লাগে, অঝোর, বিষাদের হাঁটাচলা  সব
 ওর মধ্যে তোমাকে বাঁচিয়ে রাখি তো
  অনুমান কোথাও জায়গা বদলাচ্ছে আজ

ভাবনাগুলো নিশ্চয়ই খুব অসহায় লাগছিল
দ্যাখো , আকাশ ভাঙছে
আর তুমি ভাবছিলে গুটিয়ে দেবে
 আমার মন, তোমাকে লেখার
                  এক-টুকরো অধিকার !


               ২ ।

অনুমান বিড়বিড় করছিল
অথচ ব্যথার নিয়তি নির্ধারিত হয়ে গিয়েছিল
                             এরকম নয়

অসুখের গোত্র নিয়ে, উপত্যকা নিয়ে
 তুমি ছিলে বেশ কনফিডেন্ট

আমি বলছিলাম, মনের কথা
আগামী নিয়ে এভাবে উপহাস করো না
বর্ষার মধ্যে যে রিদিম থাকে 
 দ্যাখো, কেমন চুপ করিয়ে দেয় ! 

===========================


 সুমন কুণ্ডু 

৬২/২ , বীণাপাণি পাঠাগার পথ , পোস্ট - আতপুর , শ্যামনগর । উত্তর ২৪ পরগনা । পিন - ৭৪৩১২৮