কবিতা: দেবার্ঘ্য সাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

কবিতা: দেবার্ঘ্য সাহা

সহজিয়া লুপ


তোমায় দেবো সহজিয়া লুপ
হিন্দি গানের সুরে
তোমায় দেবো সহজিয়া লুপ
জংধরা রোদ্দুরে

যেমন তেমন লিখতে থাকো
নখের বেড়াজালে
আঁচলে কি আগুন রাখো
সবার আড়ালে?

কার কথাতে হাসতে থাকো
কার কারণে কাঁদো?
সহজিয়া লুপ আগলে বুকে
রোজ কি গলা সাধো?

এই তো আমার সহজিয়া লুপ
হীরের থেকে দামী
এই তো আমার সহজিয়া লুপ
একরোখা বেনামী

তোমার কাছে সহজিয়া লুপ
আমার বন্দী দশা
তোমার পাশে সহজিয়া লুপ
বেমক্কা ভালোবাসা

এই তো আমার সহজিয়া লুপ
হইচই হুল্লোড়ে
এই তো আমার সহজিয়া লুপ
মিষ্টি ধোঁয়ার পরে

তোমার জন্য সহজিয়া লুপ 
মুচকি হাসির সাথে
তোমার মনেই সহজিয়া লুপ
ঘূর্ণিঝড়ে মাতে।।
               
====================


 দেবার্ঘ্য সাহা।
Chakraborty para, Baruipur kolkata-700144.