মোনালিসা নায়েকের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

মোনালিসা নায়েকের কবিতা



অভিমানী মেঘ



প্রকৃতির রুক্ষ-শুষ্কতাকে গ্রাস করে মেঘেদের সংসার অভিমানে ভারী হতে হতে
ধূসরতায় ঢেকে রাখে নীলের মাধুর্য্য
তারপর মাটির ভালোবাসার টানে অঝোর বর্ষণ উদাসীন পৃথিবীতে,
মেঘমালার মুঠোভর্ত্তি দুঃখ আর কান্না দিয়ে
মুছে দেয় প্রকৃতির বিবর্ণতা নতুনের আশ্বাসে;
হাসনুহানা,কদমের ঘ্রাণে হয়ে ওঠে রাজকন্যা...
ব্যথিত কবির ক্ষত ভরাট করে বৈচিত্র্যময় শব্দসম্ভারে
তখন আবেগের আঁচড়ে সৃষ্টিসুখের উল্লাস
স্মৃতির শহরতলিতে আমি দেখি ধূ ধূ সাদা,শুধুই শূন্যতা।

***********************

মোনালিসা নায়েক।
আরামবাগ
হুগলী