কবিতা ।। মনীষা কর বাগচী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

কবিতা ।। মনীষা কর বাগচী

কে যে আপন



জীবনের উদয় থেকে অস্ত তোমার কথা ভেবে ভেবে যে মেয়েটি নিজেকে জিনিয়া করে তুলেছিল
তাকে দূরে ঠেলে দিতে তোমার একটুও মন খারাপ হল না, পাঁজর ঘরে পাগলা হাওয়া দোলা দিলনা একটুও...

তোমার থেকে সেই মানুষটিতো অনেক ভালো
যে কোনোদিন কাছে আসেনি ছুঁয়ে দেখেনি অথচ তাকে ভালোবাসে, ভীষণ ভাবে ভালোবাসে
যোজন মাইল দূরে থেকেও ভালোবাসে

তার দুঃখে কেঁদে আকুল হয়
তার ব্যথায় ভেঙে হয় খানখান
বুঝে উঠতে পারিনা কে তার আপন...
=============================

Manisha Kar Bagchi
459/20 Katra Dhanpat Rai
Azadpur, Delhi-33