চন্দন সুরভি নন্দর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

চন্দন সুরভি নন্দর কবিতা



বৃষ্টির চিঠি

            

এসেছে চিঠি মুখবন্ধ এক খামে
খোলা জানালায় তখন বৃষ্টি নামে 

বিন্দু বিন্দু জল উড়ে এসে পড়ে 
হৃদয় আমার থেকে থেকে নড়ে চড়ে

ঝড় উঠেছে ভীষণ বজ্র রোষে
উড়ছে চিঠি আমার ই আশে পাশে 

দুলছে বাড়ী মনে ভীষণ ভয়
এখন ই বুঝি শিলাবৃষ্টি হয়

বিকেল গড়িয়ে এল এক সন্ধ্যা 
ধুইয়ে দিল আমার বারান্দা 

আজকে যেন পূর্ণিমা কোন তিথি 
বৃষ্টি বয়ে আনলো আমার চিঠি 

নিম্নচাপের ভ্রূকুটি মেঘের পরে
চা‍ঁঁদের আলো আসেনি আমার ঘরে 

বিদ্যুৎহীন আজকে আমার পাড়া
চেষ্টা করেও হোল না চিঠি পড়া। 
                  --------

chandansuravi Nanda
Revenue Officer
Manbazar-ll
Purulia