বৃষ্টির চিঠি
এসেছে চিঠি মুখবন্ধ এক খামেখোলা জানালায় তখন বৃষ্টি নামেবিন্দু বিন্দু জল উড়ে এসে পড়েহৃদয় আমার থেকে থেকে নড়ে চড়েঝড় উঠেছে ভীষণ বজ্র রোষেউড়ছে চিঠি আমার ই আশে পাশেদুলছে বাড়ী মনে ভীষণ ভয়এখন ই বুঝি শিলাবৃষ্টি হয়বিকেল গড়িয়ে এল এক সন্ধ্যাধুইয়ে দিল আমার বারান্দাআজকে যেন পূর্ণিমা কোন তিথিবৃষ্টি বয়ে আনলো আমার চিঠিনিম্নচাপের ভ্রূকুটি মেঘের পরেচাঁঁদের আলো আসেনি আমার ঘরেবিদ্যুৎহীন আজকে আমার পাড়াচেষ্টা করেও হোল না চিঠি পড়া।--------chandansuravi NandaRevenue OfficerManbazar-llPurulia
Monday, June 17, 2019
চন্দন সুরভি নন্দর কবিতা
Tags
# ১৬শ সংখ্যাঃ আষাঢ় ১৪২৬ জুন ২০১৯

প্রসঙ্গ : নবপ্রভাত পরিবার
১৬শ সংখ্যাঃ আষাঢ় ১৪২৬ জুন ২০১৯
'নবপ্রভাত সাহিত্য পরিবার'
* 'নবপ্রভাত' মাসিক ব্লগ-ম্যাগাজিন সাহিত্যের সমস্ত শাখার লেখাই প্রকাশ করে। গোষ্ঠীর ছুঁৎমার্গ নেই।
* মুদ্রিত নবপ্রভাত বছরে ১/২ বার প্রকাশিত হয়।
* নবপ্রভাত প্রকাশনী সুনামের সঙ্গে তার পথ চলা জারি রেখেছে।
* সাধারণ সম্পাদকঃ নিরাশাহরণ নস্কর। প্রয়োজনে যোগাযোগঃ ৯৪৩৩৩৯৩৫৫৬।
* আমাদের পরিবারের অন্য দুটি মাসিক ব্লগজিন— ১) কথাকাহিনি (সমস্ত রকম গদ্য প্রকাশিত হয়। সম্পাদকঃ শ্রী বিশ্বনাথ প্রামাণিক) এবং ২) কিশলয় (শিশুকিশোর উপযোগী আঁকা-লেখা প্রকাশিত হয়। যুগ্ম সম্পাদকঃ শ্রী প্রিয়ব্রত দত্ত ও শ্রী কার্তিক চন্দ্র পাল)। * সম্পাদকমণ্ডলীর অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য—শ্রী লক্ষ্মণ চন্দ্র নস্কর, জগবন্ধু হালদার, অরবিন্দ পুরকাইত, চন্দন মিত্র, পরিতোষ মণ্ডল প্রমুখ।