কবিতাঃ ফিরোজ আখতার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

কবিতাঃ ফিরোজ আখতার


কলোনিমায়া

.................................




রংচটা শাড়ি, পালকিছাপ আঁচল, বিপন্ন আঙুল
উড়ে আসে ডাহুক, বিকেলের রোদে বিগত ভুল

রোবটযুগে আবেগ, বিচ্ছিন্ন উপকূলে মৃত শামুক
ধূসর পৃথিবী, আবর্জনা ভেক, আবার বৃষ্টি নামুক

চলো বসি চাঁদরাতে, কোপাই এখনও হারেনি
নগ্ন চাঁদ, জ্যোৎস্নারতি, ছায়াপথ এখনও মরেনি

তুমি-আমি রিপুসীমানায়়, ঘড়ি'র কাঁটা আজও অপেক্ষায়
কালো দ্বীপ কাঁদে বহুদূরে, সে ধ্বনি স্পষ্ট শোনা যায়

তবু আমি বসে, তুমি প্রেমাতুর, ডিঙি ভাসে শ্যাওলা জরায়
ভালোবাসি-ভালোবাসি, বেঁচে আছি তোমা'তে, কলোনিমায়ায়





..............
নাম - ফিরোজ আখতার
ঠিকানা - ১৮ই জায়গীর ঘাট রোড, ঠাকুরপুকুর, কোলকাতা-৭০০ ০৬৩
ই মেল - firozzorif1979@rediffmail.com